ফের উত্তপ্ত কাশ্মির সীমান্ত: গুলাগুলিতে ৪ সেনাসহ নিহত ৭

প্রকাশিত: ১০:১৯ পূর্বাহ্ণ, এপ্রিল ৩, ২০১৯

ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর পাল্টাপাল্টি গুলিতে৭জন নিহত হয়েছেন। পাকিস্তানের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, ভারতীয় সৈন্যরা পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের রাওয়ালকোটের রাখছিকরি সেক্টরে বিনা উসকানিতে গুলি ছুড়েছে। এতে পাকিস্তানি সামরিক বাহিনীর ৩জন নিহত এবং একজন আহত হন। এছাড়া একজন পাকিস্তানি বেসামরিক ব্যক্তিও প্রাণ হারিয়েছেন।খবর পার্সটুডের।

ভারতীয় বাহিনী প্রথমে গুলি ছোড়ার পর তারা এর জবাব দিয়েছে বলেও দাবি করেছে পাক বাহিনী।

এদিকে, ভারতীয় সেনাবাহিনীর বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, পাকিস্তানি সৈন্যরা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুঞ্চে মর্টার ও গুলি নিক্ষেপ করলে তারা পাল্টা জবাব দিয়েছে। এর ফলে পাকিস্তানি বাহিনীর ক্ষয়ক্ষতি হয়েছে।

ভারতের পক্ষ থেকে আরও বলা হয়েছে, পাকিস্তানিদের গুলিতে ভারতীয় আধাসামরিক বাহিনীর এক সদস্য ও দুই বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।

এছাড়া নিরাপত্তা বাহিনীর ৫সদস্য ও ১৮ বেসামরিক নাগরিক আহত হয়েছেন। ভারতীয় বাহিনীর পাল্টা হামলায় পাকিস্তানের সাতটি সেনা চৌকি ধ্বংস হয়েছে বলেও নয়া দিল্লির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

গতরাত থেকে শুরু হয়ে আজ সকাল পর্যন্ত দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টির গুলির ঘটনা ঘটে।

আইএ

মন্তব্য করুন