মুসলিমদের ধর্মান্তরিত করা থেকে বিরত থাকার আহ্বান পোপ ফ্রান্সিসের

প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০১৯

খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ গুরু পোপ ফ্রান্সিস বলেন, ‘মুসলমানদের ধর্মান্তরিত করা ক্যাথলিকদের কাজ নয়।’ মুসলমানদের ধর্মান্তরিত করার চেষ্টা থেকে বিরত থাকতে মরক্কোর ক্যাথলিক কমিউনিটির প্রতি আহ্বানও জানান তিনি।

রবিবার (৩১ মার্চ) এক যৌথ ঘোষণায় পোপ ফ্রান্সিস এবং মরক্কোর রাজা ষষ্ঠ মুহাম্মদ জেরুজালেমকে খ্রিস্টান, ইহুদি এবং মুসলমানদের ‘শান্তিপূর্ণ সহাবস্থানের’ প্রতীক হিসেবে আখ্যা দিয়েছেন।

এক বিবৃতিতে বলা হয়েছে, জেরুজালেমের প্রতি সবার উত্তরাধিকার রয়েছে, বিশেষ করে একেশ্বরবাদী তিন ধর্মের অনুসারীদের। জেরুজালেমের সুনির্দিষ্ট বহুধর্মীয় চরিত্র, আধ্যাত্মিক মাত্রা এবং বিশেষ সাংস্কৃতিক পরিচয় অবশ্যই রক্ষা এবং উৎসাহিত করতে হবে।

আন্তধর্মীয় সংলাপকে উৎসাহ দিতে মরক্কো সফর করেন ক্যাথলিক খ্রিস্টানের এ আধ্যাত্মিক নেতা। গত ৩৪ বছরে এটি ছিল একজন পোপের প্রথম মরক্কো সফর। এর আগে ১৯৮৫ সালে দ্বিতীয় জিন পলের প্রথম মরক্কো সফর করেছিলেন।

ক্যাথলিক বিশ্বের নেতা পোপ ফ্রান্সিস অভিবাসন নীতি এবং সীমান্তে প্রাচীর নির্মাণের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রামের তীব্র সমালোচনা করেছেন।

মরক্কো থেকে ফেরার পথে মেক্সিকো সীমান্ত বন্ধ করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রামের হুমকির বিষয়ে এক সাংবাদিক পোপ ফ্রান্সিস মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, এই প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন, পোপ ফ্রান্সিস বলেন, যেসকল রাজনৈতিক নেতা অভিবাসীদের প্রবেশ প্রতিরোধ করার জন্য প্রাচীর নির্মাণ করছে, তারা একটি তাদের নির্মিত প্রাচীরে বন্দী হবে।

পোপ ফ্রান্সিস বলেন, কাটা তার এবং ইট দিয়ে যে দেয়াল নির্মাণ করা হচ্ছে, একদিন স্বয়ং আমেরিকা নিজেই এতে বন্দী হবে।

আইএ

মন্তব্য করুন