রাজধানীর সদরঘাটে ৮ লাখ পিস ইয়াবাসহ আটক ৩

প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০১৯

পাবলিক ভয়েস: রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ৮ লাখ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১।

জব্দ ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ কোটি টাকা। আটকরা হলেন- তুহিন, সবুজ ও শাহজাহান।

আজ মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে বিষয়টি জানান র‌্যাব-১ এর স্কোয়াড কমান্ডার (সিপিসি-১) এএসপি মো. কামরুজ্জামান।

তিনি জানান, নৌপথে ইয়াবার একটি বড় চালান ঢাকায় আসছে এমন তথ্যের ভিত্তিতে সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৮ লাখ পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। যার বাজারমূল্য আনুমানিক ৫০ কোটি টাকা।

জিআরসি/পাবলিক ভয়েস

মন্তব্য করুন