৫ এপ্রিল ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের দ্বি বার্ষিক সম্মেলন

প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০১৯

আগামী ৫ এপ্রিল ২০১৯, শুক্রবার, বিকাল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের মহানগর সম্মেলন অনুষ্ঠিত হবে।

দেশের স্থায়ী শান্তি ও মানবতার সার্বিক মুক্তির লক্ষ্যে ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা এবং বাসযোগ্য নগর গড়ার দাবিতে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। বক্তব্য রাখবেন জাতীয়, কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।
সভাপতিত্ব করবেন নগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম।

সম্মেলন সফলের লক্ষ্যে মিডিয়া কমিটির এক সভা মাওলানা ইমতিয়াজ আলমের সভাপতিত্বে এবং মাওলানা আহমদ আবদুল কাইয়ূমের পরিচালনায় গতকাল নগর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন আলহাজ্ব আলতাফ হোসেন, মাওলানা এবিএম জাকারিয়া, মাওলানা ইলিয়াস হাসান, মাওলানা আবদুল কাদের, রাশেদুল ইসলাম প্রমুখ। সম্মেলন সফল করতে সকলের সহযোগিতা কামনা করা হয়।

আরও পড়ুন :

দীন বিজয়ের সংগ্রামে সকলকে ত্যাগ ও কুরবানীর দৃষ্টান্ত স্থাপন করতে হবে: মাওলানা আহমদ আবদুল কাইয়ূম


ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থার নাম ইসলাম। আল্লাহর জমিনে আল্লাহর দীন বিজয়ের সংগ্রামে দায়িত্বশীলদেরকে ত্যাগ ও কুরবানীর দৃষ্টান্ত স্থাপন করতে হবে। দীন বিজয় না থাকার কারণে সর্বত্র অশান্তি বিরাজ করছে। মারামারি-হানাহানি, খুন-র্ধষণ নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। মানুষের মৌলক অধিকার ভুলুন্ঠিত। অশান্তির এই আগুন থেকে বাঁচতে হলে সর্বত্র আল্লাহর দীনকে বিজয় করতে হবে।

গতকাল ও পরশু ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা উত্তর, মহানগর ও দক্ষিণ জেলা শাখার পৃথক পৃথক জেলা শুরা অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উত্তর ও মহানগর শুরা অধিবেশন কচুয়া চৌমুহনীস্থ আইএবি মিলনায়তনে মাওলানা মোহাম্মদ তৈয়্যবের সভাপতিত্বে এবং সেক্রেটারী এমএম বিলাল হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন আলহাজ্ব সেলিম মাহমুদ, মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরি, মাওলানা মাসউদুর রহমান ইকরা, মাওলানা নূর হোসাইন, মাওলানা এনামুল হক মজুমদার প্রমুখ। দক্ষিণ জেলা শুরার অধিবেশন লাকসামস্থ আইএবি মিলনায়তনে জেলা সভাপতি মাওলানা রাশেদুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারী হাফেজ মাওলানা নূর উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। শুরা অধিবেশনে মাওলানা মোহাম্মদ তৈয়্যবকে সভাপতি ও মাওলানা নূর হোসাইনকে সেক্রেটারী, এমএম বিলাল হোসাইনকে আহ্বায়ক ও মাওলানা এনামুল হককে সদস্য সচিব এবং মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরিকে সভাপতি ও মাওলানা নূরউদ্দিনকে সেক্রেটারী করে কুমিল্লা উত্তর, মহানগর ও দক্ষিণ জেলা কমিটি পুনর্গঠন করা হয়।

এইচআরআর/পাবলিক ভয়েস

মন্তব্য করুন