জয়ের পর এরদোগানকে প্রথম অভিনন্দন জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট

প্রকাশিত: ৯:৫১ পূর্বাহ্ণ, এপ্রিল ১, ২০১৯

তুরস্কের স্থানীয় নির্বাচনে জয় পাওয়ার পর তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানকে প্রথম অভিনন্দন জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

ফিলিস্তিনের জাতীয় সংবাদমাধ্যম ‘ওয়াফা’র বরাত দিয়ে আনাদুলু জানিয়েছে, আজ সোমবার (১ এপ্রিল) মাহমুদ আব্বাস ফোন করে স্থানীয় নির্বাচনে এরদোগানের দল একে পার্টির বিজয়ের জন্য এ অভিনন্দন জানান।

নির্বাচনে বিপুল ভোটে জয় পাওয়ার কারণে তিনি অভিনন্দন জানানোর পাশাপাশি যে কোন পরিস্থিতিতে এরদোগান ও তুরস্ক ফিলিস্তিনের পাশে থাকার জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এরদোগানও মাহমুদ আব্বাসকে ‘অভিনন্দনের জন্য ধন্যবাদ জানান এবং যে কোন পরিস্থিতিতেই ফিলিস্তিনের প্রতি অকৃত্রিম সমর্থন বজায় রাখার অঙ্গীকার করেন।

এইচআরআর/পাবলিক ভয়েস

আরও পড়ুন :

ফের তুরস্কের নির্বাচনে জয় পেয়েছেন এরদোগান

মন্তব্য করুন