বগুড়ায় ব্যবসায়ীর টাকা ছিনতাই, কনস্টেবলসহ গ্রেফতার ২

প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০১৯

পাবলিক ভয়েস: বগুড়ার শেরপুরে দিনে-দুপুরে ট্রাক আটকে মুরগি ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনায় পুলিশের এক কনস্টেবলসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

আজ শনিবার ভোরে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ফুলতলা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- শেরপুর উপজেলার ফুলতলা গ্রামের শাহজামাল সেখের ছেলে পুলিশ কনস্টেবল আরিফুল ইসলাম (২৭) ও তার সহযোগী একই গ্রামের আজগর আলীর ছেলে আবু সাঈদ (২৫)। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে এই ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

বগুড়ার শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, আটক পুলিশ সদস্য আরিফুল ঢাকায় কর্মরত ছিল। ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তবে সব টাকা পাওয়া যায়নি। তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

মন্তব্য করুন