আফগানিস্তানে বন্যায় ১৬ জনের প্রাণহানি

প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০১৯

পাবলিক ভয়েস: আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় ও পশ্চিমাঞ্চলীয় প্রদেশে বন্যায় অন্তত ১৬ জনের প্রাণহানি হয়েছে। এতে আহত হয়েছেন আরও প্রায় নয়জন।

গত দু’দিন ধরে ভারী বর্ষণ ও এর ফলে সৃষ্ট বন্যায় এ হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দেশটির দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা মোহাম্মাদ আসলাম।

এতে প্রায় ৪০০ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

হেরাত প্রদেশের প্রাদেশিক গভর্নরের মুখপাত্র গেলানি ফরহাদ জানিয়েছেন, প্রদেশটিতে বন্যায় পাঁচ শিশুসহ অন্তত সাতজনের প্রাণহানি হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকশ’ বাড়িঘর। মারা গেছে কয়েকশ’ গবাদি পশুও।

মন্তব্য করুন