মনোহরদীতে নিজ মেয়েকে ধর্ষণ বাবা গ্রেফতার

প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০১৯

পাবলিক ভয়েস: মনোহরদী উপজেলার একদুয়ারিয়া গ্রামে শরীফ হোসেন(৩৭) নামের এক নরাধম তার নিজের ঔরসজাত কন্যাকে দিনের পর দিন ধর্ষনের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার বিকালে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযুক্ত শরীফ হোসেন একদুয়ারিয়া গ্রামের আব্দুল আউয়ালের ছেলে। সে পেশায় ভ্যানচালক। গতকাল বৃহস্পতিবার রাতেই কিশোরীর মা বাদী হয়ে মনোহরদী থানায় স্বামীর বিরুদ্ধে মামলা করেন।

ধর্ষিতা ওই কিশোরীর মা সাংবাদিকদের জানান, তারা গাজীপুরের কালিগঞ্জ উপজেলার দেওপাড়া গ্রামে বাবার বাড়িতে থাকতেন। তাদের সংসারে এক মেয়ে (১৫) ও ১০ বছরের এক ছেলে সন্তান রয়েছে। প্রায় একবছর আগে বাড়িতে কেউ না থাকায় কিশোরী মেয়েকে ভয়-ভীতি দেখিয়ে ধর্ষণ করে শরীফ হোসেন। ভয়ে মেয়েটি এ ঘটনা কাউকে জানায়নি। কিছুদিন পরে একই ভাবে আবারো তাকে ধর্ষণ করা হয়।

এভাবে বছর জুড়ে ঘটনার পুনরাবৃত্তি হতে থাকলে মেয়েটি তার মাকে এক পর্যায়ে বিষয়টি জানায়। লোক লজ্জার ভয়ে মা এ বিষয়ে কাউকে কিছু বলেনি। দিন-দিন শরীফ হোসেন আরো বেপোরোয়া হয়ে পড়ে। ধীরে ধীরে আশপাশের লোকজনও বিষয়টি জানতে পেয়ে গেলে তাদেরকে এলাকা ছাড়া করেন।

প্রায় তিন মাস আগে ভ্যানচালক শরীফ পরিবার নিয়ে পুনারায় নিজ বাড়িতে ফিরে আসে। সেখানে একদুয়ারিয়া উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে মেয়েকে এবং ছেলেকে একদুয়ারিয়া প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে ভর্তি করানো হয়।

গতকাল বৃহস্পতিবার বিকেলে মেয়েটি গোসল করতে যায়। এসময় বাবা শরীফ হোসেন গোসলখানায় মেয়েকে দেখতে পেয়ে সেখানে গিয়ে তাকে ধর্ষণ করে। ওই সময় কিশোরীর মা বাড়ির বাইরে ছিলেন। এলাকাবাসী বিষয়টি টের পেয়ে শরীফকে আটক করে পুলিশে সোপর্দ করে।

মনোহরদী থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, কিশোরীর মা থানায় মামলা করেছেন। শরীফকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আজ শুক্রবার কিশোরীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন