
পাবলিক ভয়েস: রাজধানীর জুরাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুশরাত জাহান ইন্নি (১৪) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
আচ শুক্রবার (২৯ মার্চ) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক দুপুর দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নুশরাত ঝালকাঠির কাঠালিয়া উপজেলার উত্তর চেশতি গ্রামের মো. শহীদ শিকদারের মেয়ে। বর্তমান সে শ্যামপুর জুরাইন মুন্সিবাড়ি ২৭০ নম্বর বাসায় থাকতো এবং মহানগর প্রি ক্যাডেট স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।
নিহতের ভাই মো. শাহিন জানান, দুপুরে বাসার টিনসেট গোসলখানায় গোসল করছিল নুশরাত। এসময় আগে থেকেই বিদ্যুতায়িত হয়ে থাকা টিনের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে সে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
