গেলেন মূত্রথলি পরীক্ষা করাতে, ভুলে খৎনা করে দিলেন ডাক্তার

প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০১৯

পাবলিক ভয়েস: হাসপাতালে মূত্রথলি পরীক্ষা করতে গিয়েছিলেন ভদ্রলোক। কিন্তু সাধারণ এক পরীক্ষাই যেন তার কাল হয়ে গেল। ডাক্তাররা ভুল করে ওই ব্যক্তির খৎনা করে দেন। ঘটনাটি ঘটেছে যুক্তরাজ্যের লিচেস্টারের এক হাসপাতালে।

হাসপাতালটির দাবি, এই ঘটনা একটি ‘নেভার ইভেন্ট’। নেভার ইভেন্ট হলো এমন ঘটনা যার ফলাফল গুরুতর এবং চেষ্টা করলেই এই ভুলটি শুধরে নেয়া যেত।

মূলত তার মূত্রনালির ভেতর দিয়ে একটি চিকন ক্যামেরা প্রবেশ করিয়ে এ পরীক্ষা করার কথা। কিন্তু হাসপাতালটির ডাক্তাররা তা না করে ভুলে ওই ব্যক্তির খৎনা করে দেয়।

মন্তব্য করুন