রাবিতে ছাত্রলীগের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০১৯

রাবি প্রতিনিধি: ২৬ মার্চ প্রথম প্রহরে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, ‘এটাই হয়তো আমার শেষ বার্তা। আজ থেকে বাংলাদেশ স্বাধীন।’ সেই থেকে শুরু।

এরপর টানা ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ। তারপর লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ। এই লাখ শহীদদের স্মরনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলেক্ষ্য স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগ।

আজ মঙ্গলবার (২৬মার্চ) বেলা ১১টার দিকে ক্যাম্পাসের রাবি ছাত্রলীগের টেন্টে কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ডা.আনিকা ফারিয়া জামান অর্ণা। এসময় উপস্থিত ছিল রাবি ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু সহ-সংগঠনের নেতাকর্মীরা।

ছাত্রলীগের কয়েকজন নেতা জানান, রক্তদান কর্মসূচি সবার জন্য উন্মুক্ত ছিল। এতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা ও সাধারণ শিক্ষার্থীরা রক্ত দেন। কর্মসূচিতে স্বেচ্ছায় দান করা প্রায় অর্ধশত ব্যাগ রক্ত গরিব দুস্থদের জন্য রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন ‘সন্ধানী’র কাছে হস্তান্তর করা হয়েছে।

রাবি ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ‘ছাত্রলীগ বিশ্বাস করে, একের রক্ত অন্যের জীবন বাঁচাই। মানুষকে রক্তদানে উদ্বুদ্ধ করা ও বঙ্গবন্ধুর আদর্শের পথে দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই আমাদের এ কর্মসূচি।’

মন্তব্য করুন