সারাদেশে ইসলামী আন্দোলন ও ইশা ছাত্র আন্দোলনের স্বাধীনতা দিবস উদযাপন

প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০১৯

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও তার সহযোগী সংগঠনগুলো সারাদেশে বিভিন্ন অনুষ্ঠান প্রোগ্রাম ও বর্ণাঢ্য র‍্যালীর আয়োজন করেছে। সারাদেশের প্রতিটি জেলায়, থানায় তাদের কার্যক্রম পরিচালিত হয়েছে বলে জানিয়েছেন আমাদের একাধিক প্রতিবেদক। সেখান থেকে বিভিন্ন প্রোগ্রামের কিছু সংবাদ এখানে তুলে ধরা হলো।


ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ ব্যবস্থাপনায় ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষ্যে “অধিকার আদায়ের জন্য স্বাধীনতা সংগ্রাম : ৪৮ বছরে আমাদের অর্জন” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেছেন, বাংলাদেশীদের জন্য অনন্য এক দিন আজ। আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। মুক্তিযুদ্ধের স্বপ্ন ছিল বিশাল। বাংলার মানুষ চেয়েছিল এমন একটি স্বাধীন রাষ্ট্র বা ভূখন্ড যা প্রতিষ্ঠিত হবে কিছু আদর্শের ভিত্তির ওপর। সেসব আদর্শের দিকে ফিরে তাকানোর দাবি নিয়ে এসেছে স্বাধীনতা দিবস। স্বাধীনতার ৪৮ বছর পার হলেও তা আমাদের সব আশা এখনও পূর্ণ হয়নি।

স্বাধীনতা দিবসে শহীদদের স্বরনে ইশা ছাত্র আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ এর খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ এর আয়োজনে নগর কার্যালয়ে নগর সভাপতি মুহাম্মদ আল আমিন সিদ্দিকী এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান হুসাইন নূর এর সঞ্চালনায় মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্বরনে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়৷ সভাপতি তার আলোচনায় বলেন আজ স্বাধীনতার ৪৮ বছর অতিক্রম হলেও বাঙ্গালী জাতী আজও পরাধীন দেশে এখনো স্বাধীনতার মূল প্রতিপাদ্য বিষয় সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি। সকল অধিকার থেকে গোটা জাতি বঞ্চিত ৷ মানুষের সমস্ত অধিকার প্রতিষ্ঠিত করার একমাত্র উপায় হলো ইসলামী শাসনব্যবস্থা। এজন্য তিনি সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের পতাকাতলে আবদ্ধ হয়ে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা ব্যবস্থা কে তরান্বিত করার উদাত্ত আহবান জানান।। তিনি দেশের সকল ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠ পরিবেশ সৃষ্টি করার জন্য সরকারের প্রতি সুদৃষ্টি কামনা করেন৷ এরপর তিনি স্বাধীনতা দিবসে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করেন৷

আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নগর সহ- সভাপতি মুহাম্মাদ সুলতান মাহমুদ। আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম রাসেল, আলিয়া মাদ্রাসা সম্পাদক আব্দুর রহমান, ছাত্রকল্যান সম্পাদক সাদ তাসনীম।

দ্বীপজেলা ভোলায় ইশা ছাত্র আন্দোলনের স্বাধীনতা র‍্যালী ও দোয়া মাহফিল

দ্বীপজেলা ভোলায় ইশা ছাত্র আন্দোলনের স্বাধীনতা র‍্যালী

দ্বীপজেলা ভোলায় ইশা ছাত্র আন্দোলনের স্বাধীনতা র‍্যালী

২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদদের স্বরণে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ভোলা জেলা উত্তরের উদ্যোগে সকাল-৭ ঘটিকায় ভোলা গোরস্থান মসজিদ এর ২য় তলায় পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর সকাল- ১০ ঘটিকায় ভোলা যুগীরঘোল চত্বর থেকে এক বিশাল পতাকা মিছিল ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীটি ভোলা যুগীরঘোল চত্বর থেকে শুরু হয়ে সদর রোড দিয়ে কালিনাথ রায়ের বাজার হয়ে নতুন বাজারে এসে আলোচনা সভা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে ঠিক কিন্তু একটা দলের কাছে জিম্মি, বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু আমরা আমাদের অধিকার ফিরে পাইনি। আমাদেরকে বাকরুদ্ধ করে রেখেছে একদল শাসকগোষ্ঠী। স্বাধীনতার এই দিনে আমরা আমাদের অধিকার ফিরে পেতে চাই।

ছাত্র আন্দোলন জেলা সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহা. আবুল হাশেমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা পৌরসভা সভাপতি মাও. আতাউর রহমান মোমতাজী, জেলা প্রচার সম্পাদক মাও. ইউসুফ আদনান সহ প্রমূখ নেতৃবৃন্দ।

মহান স্বাধীনতা দিবসে কিশোরগঞ্জ জেলা ইশা ছাত্র আন্দোলনের বর্ণাঢ্য র‍্যালী

মহান স্বাধীনতা দিবসে কিশোরগঞ্জ জেলা ইশা ছাত্র আন্দোলনের বর্ণাঢ্য র‍্যালী

মহান স্বাধীনতা দিবসে কিশোরগঞ্জ জেলা ইশা ছাত্র আন্দোলনের বর্ণাঢ্য র‍্যালী

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলার উদ্যোগে ২৬ মার্চ সোমবার সকাল ৯টায় একরামপুরস্থ দলীয় কার্যালয়ে শাখা সভাপতি জোবায়ের আহমাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবরারুল হকের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা সভাপতি হাফেজ মাও. আলমগীর হোসাইন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন কিশোরগঞ্জ জেলা সহকারী সাংগঠনিক সম্পাদক নোমান আহমাদ, ইশা ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলার সাবেক সাধারণ সম্পাদক কেএম নাজিমুদ্দীন।

আলোচনা সভায় বক্তরা বলেন, স্বাধীনতার প্রায় ৪৮ বছর হলেও এই বাংলার মানুষ স্বাধীন একটা ভূখন্ড ছাড়া স্বাধীনতার কোন স্বাদ পায়নি৷ দেশ, জাতি ও মানবতার কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করে জনগণের মুক্তি ও পূর্ণ স্বাধীনতা বয়ে আনার লক্ষ্যে ইশা ছাত্র আন্দোলনের সাথে কাজ করার আহ্বান জানানো হয়। আলোচনা সভা শেষে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‍্যালি দলীয় কার্যালয় হতে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে শেষ হয়৷

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা সহ সভাপতি মুহা. ইমদাদুল্লাহ মাহবুব, সাংগঠনিক সম্পাদক মুহা. সাইফুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মুহা. আবু হানিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহা. আবু বকর সিদ্দিক, অর্থ সম্পাদক আহমাদুল্লাহ বিন ফরিদ, দফতর সম্পাদক মুহা. আবু নাঈম, কওমি মাদরাসা বি. সম্পাদক মুহা. ফাইজুল ইসলাম, আলিয়া মাদ্রাসা বি. সম্পাদক মুহা. ত্বয়াসিন আহমাদ, কলেজ বি.সম্পাদক মুহা.শাহরিয়ার রহমান, স্কুল বি.নসম্পাদক মুহা.আল আমিন, ছাত্র কল্যান সম্পাদক মুহা. মাসুম আহমাদ, সাহিত্য ও সংস্কৃতি বি. সম্পাদক মুহা. আতিকুর রহমান মুজাহিদ সহ বিভিন্ন উপজেলা ও পৌর নেতৃবৃন্দ।

ইশা ছাত্র আন্দোলন গাজীপুর মহানগর শাখার স্বাধীনতা র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

সকল ক্যাম্পাসে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ ছাত্রসংসদ নির্বাচনের দাবী

ইশা ছাত্র আন্দোলন গাজীপুর মহানগর শাখার স্বাধীনতা র‍্যালী

ইশা ছাত্র আন্দোলন গাজীপুর মহানগর শাখার স্বাধীনতা র‍্যালী

ইশা ছাত্র আন্দোলন গাজীপুর মহানগর শাখার সভাপতি এস. এম ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে ও শাখা সাধারণ সম্পাদক আব্দুল হালিমের সঞ্চালনায়  স্বাধীনতা র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় তথ্য গবেষণা সম্পাদক জি এম রুহুল আমিন।

প্রধান অতিথি বর্তমান সরকারের নির্বাচনী কারচুপি নিয়ে হতাশা প্রকাশ করেন। সাথে সাথে সরকারের অসারতা ও  ব্যর্থতা তুলে ধরেন। সম্প্রতি ডাকসু নির্বাচনে বিগত দিনের রেকর্ড বহির্ভূত কারচুপির কথা বলেন। তিনি শিক্ষকসমাজের অনৈতিকতা নিয়ে দুঃখ প্রকাশ করে সকল ক্যাম্পাসে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ ছাত্রসংসদ নির্বাচন দাবী করেন।

প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর মহানগর শাখার সেক্রেটারী মুফতী হুসাইন আহমদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটি আইন বিষয়ক সম্পাদক মুহা. আল- আমিন খান। বিশেষ অতিথি হওসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের উপ-সম্পাদক ইঞ্জিনিয়ার এহতেশামুল হক পাঠান,ইশা ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির শূরা সদ্স্য শেখ মুহা. মশিউর রহমান।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নোয়াখালীতে ইশা ছাত্র আন্দোলনের বর্ণাট্য র‍্যালী উদযাপন

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নোয়াখালীতে ইশা ছাত্র আন্দোলনের বর্ণাট্য র‍্যালী

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নোয়াখালীতে ইশা ছাত্র আন্দোলনের বর্ণাট্য র‍্যালী

মহান স্বাধীনতা দিবসে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সোনাইমুড়ি উপজেলা উদ্যোগে সোনাইমুড়ি কেন্দ্রীয় মসজিদ চত্বর থেকে এক বিশাল পতাকা মিছিল ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। র‌্যালীটি সোনাইমুড়ি কেন্দ্রীয় মসজিদ চত্বর থেকে শুরু হয়ে সোনাইমুড়ি সরকারী উচ্চ বিদ্যালয় গেইটে এসে আলোচনা ও মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নোয়াখালী জেলা উত্তরের সাধারণ সম্পাদক জিএম মাহমুদুল হাসান হামিদী।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে ঠিক কিন্তু আজ ফ্যাসিবাদী শক্তির কাছে জিম্মি, আজো আমাদের অধিকার ফিরে পাইনি। সড়ক দূর্ঘটনা,গুম,খুন শিশু হত্যা নারী নির্যাতনে দেশ আজ জুলুমের স্বর্গরাজ্যে পরিনত। শাখা সভাপতি মুহা.আমির হুসাইন জাবেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুহা.কবির হুসাইনের সসঞ্চলনায় আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনাইমুড়ি উপজেলা সহ-সভাপতি হাফিজ মামুনুর রশিদ, ইশা ছাত্র আন্দোলন নোয়াখালী জেলা উত্তর শাখা স্কুল বিষয়ক সম্পাদক মুহা.শাহাদাত হুসাইনসহ প্রমূখ নেতৃবৃন্দ।

এছাড়াও সারাদেশে বিভিন্ন জেলায় থানায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন, বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনসহ হযোগী সংগঠনগুলোর উদ্যোগে মহান স্বাধীনতা ও বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : বরিশালে স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশের র‍্যালী ও সমাবেশ

ধর্মীয় চেতনাই ছিল স্বাধীনতার মূল চেতনা; স্বাধীনতা র‍্যালীতে মুফতী ফয়জুল করীম

মন্তব্য করুন