সিরিয়া গোলান মালভূমির এক বিঘৎ জমিও ছাড় দেবে না : ওয়ালিদ

প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০১৯

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মুয়াল্লেম বলেছেন, সিরিয়া গোলান মালভূমির এক বিঘাৎ জমির ওপর থেকেও অধিকার ছাড়বে না এবং গোলান মালভূমি অবশ্যই ইসরাইলের দখল থেকে মুক্ত হবে।

তিনি বলেন, গোলান মালভূমির ওপর দখলদার ইসরাইলের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে আমেরিকা আরও একঘরে হয়ে পড়বে বলেও মন্তব্য করেন তিনি। আজ (মঙ্গলবার) সিরিয়ায় এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে এসব কথা বলেছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোলান মালভূমিকে ইহুদিবাদী ইসরাইলের অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার পর তিনি এ কথা বললেন।
ওয়ালিদ আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তে কোনো কিছুতেই পরিবর্তন আসবে না এবং সময় যত গড়াবে গোলান মালভূমিতে ইসরাইলি দখলদারিত্ব আরও বেশি স্পষ্ট হবে।

আরও পড়ুন:

অন্যায়ভাবে গোলান মালভূমিতে ইসরাইলের দখলদারিত্ব দিল ট্রাম্প

মন্তব্য করুন