ধর্মীয় চেতনাই ছিল স্বাধীনতার মূল চেতনা; স্বাধীনতা র‍্যালীতে মুফতী ফয়জুল করীম

প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০১৯

বরিশালে মুফতী ফয়জুল করীমের নেতৃত্বে স্বাধীনতা র‍্যালী ও সমাবেশ

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর ও বরিশাল সদর আসনে সংসদ সদস্য পদে নির্বাচন করা মুফতী সৈয়দ ফয়জুল করীম (শায়খে চরমোনাই) এর নেতৃত্বে বরিশাল শহরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশাল র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

র‍্যালী পূর্ববর্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুফতী ফয়জুল করীম বলেন, স্বাধীনতার মূল চেতনা ছিল ধর্মীয় চেতনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭-ই মার্চের ভাষণে ‘ইনশাআল্লাহ’ বলে ভাষণ শেষ করেছিলেন। “আল্লাহর উপর ভরসা করে ঝাপিয়ে পড়ুন” বলে মুক্তিযুদ্ধের পক্ষে জনগণকে ডেকেছিলেন তিনি। মুক্তিযোদ্ধারা ধর্মীয় চেতনা বুকে ধারণ করেই মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। এটাই ছিল স্বাধীনতার মূল চেতনা। তিনি বলেন, “ধর্মীয় চেতনা এবং আল্লাহর উপর ভরসাই ছিল স্বাধীনতার মূল স্তম্ভ”।

আজ মঙ্গলবার ২৬ মার্চ বরিশালের নগর ভবনের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি চরমোনাই ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান মুফতী সৈয়দ এছহাক মোহাম্মদ আবুল খায়েরের সভাপতিত্বে এ র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

লাল-সবুজে সজ্জিত

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুফতী ফয়জুল করীম বাংলাদেশের স্বাধীনতা ইতিহাস বর্ণনা করে আরও বলেন, “স্বাধীনতা কারো একক অর্জন নয়। স্বাধীনতা সবার সম্মিলিত অর্জন। কেউ এককভাবে স্বাধীনতার ক্রেডিট নিতে চাইলে তা বৈধ হবে না”। আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগের নাম ছিল ‘আওয়ামী মুসলিম লীগ, সেখান থেকে কার ইশারায়, কোন চেতনায় আওয়ামী লীগ তাদের নাম থেকে “মুসলিম” শব্দ উঠিয়ে নিয়েছে তা জানা দরকার। তিনি নির্বাচনে আওয়ামী লীগের কারচুপির ইতিহাস তুলে ধরে বলেন, ৩০ ডিসেম্বরের নির্বাচন থেকে নিয়ে সকল নির্বাচনে আওয়ামী লীগ ভোটচুরি করে এদেশের জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে বলে মন্তব্য করেন তিনি। উপজেলা নির্বাচনগুলোতে ভোটারের পরিবর্তে ভোটকেন্দ্রগুলোতে ছাগল কেন সে প্রশ্ন রাখেন তিনি।

উপস্থিত নেতৃবৃন্দ

আওয়ামী লীগ পূনরায় বাকশাল কায়েক করছে উল্ল্যেখ করে তিনি বলেন, “আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা অনেকটা বাকশালের ঘোষণা দিয়েই দিয়েছেন কিন্তু আপনি মনে রাখবেন এদেশের জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেলে তারা প্রতিরোধে নামবে বলেও হুঁশিয়ার করেন তিনি। শেখ মুজিব বাকশাল কায়েম করার পর আর টিকতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি”

বিএনপি চেয়ারপার্সন বেগম জিয়ার চিকিৎসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আরও উদার হতে বলেও মন্তব্য করেন তিনি।

সভায় আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর কমিটির প্রধান উপদেষ্টা মুফতি সৈয়দ নাসির আহমেদ কাউছার। ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরীর সিনিয়র সহ-সভাপতি মাওলানা লুৎফুর রহমান খান, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির প্রচার ও যোগাযোগ সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় কমিটির সদস্য ইব্রাহিম হোসেন মৃধা, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরীর জয়েন্ট সেক্রেটারি মাওলানা আব্দুল খালেক, ইসলামী আন্দোলন বাংলাদেশ সৌদি আরব কেন্দ্রীয় কমিটির সূরা সদস্য মাওলানা আবু আব্দুল্লাহ মাহমুদী প্রমূখ।

সমাবেশ শেষে মুফতী ফয়জুল করীমের নেতৃত্বে একটি বর্নাঢ্য র‍্যালী বরিশাল সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মন্তব্য করুন