কালীগঞ্জে গৃহবধূকে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০১৯

পাবলিক ভয়েস: গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে রোকসানা আক্তার নামে এক নারীকে পিটিয়ে হত্যা করেছে তার স্বামী হুসাইন শেখ। রোকসানা একই উপজেলার ইসমাইলের মেয়ে। তাদের সংসারে এক সন্তান রয়েছে।

আজ সোমবার রাতে উপজেলার বক্তারপুর ইউনিয়নের ভাটিরা অলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে হুসাইন পলাতক রয়েছেন।

নিহতের পরিবারের অভিযোগ, রোকসানা ও হুসাইন শেখের পরিবারে পারিবারিক কলহ লেগেই থাকতো। সামান্য ঘটনাকে কেন্দ্র করে রোকসানাকে তার স্বামী প্রায়ই মারধর করতো।

ঘটনার দিনও মারধরের একপর্যায়ে রোকসানা মারা যায়। এ ঘটনাকে ধামাচাপা দেবার জন্য আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হচ্ছে।

এ সর্ম্পকে নিহতের বাবা বলেন, গতকাল সোমবার সকালে আমার মেয়ের মোবাইল ফোনে একাধিকবার ফোন করলেও তার সঙ্গে কথা বলতে পারিনি। পরে তার স্বামীর মোবাইলে একাধিকবার ফোন দিলে তার ছোট ভাই ফোন রিসিভ করে বলে আপনার মেয়ে অসুস্থ। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

রোকসানার চাচা নূর মোহাম্মদ জানান, খবর পেয়ে তারা হাসপাতালে গেলেও তার ভাজিতির সন্ধান মেলেনি; পরে রোকসানার শ্বশুরবাড়ি গিয়ে তার মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।

কালীগঞ্জ থানার এসআই সুলতান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন