

তেল আবিবে হামাসের আক্রমনের অভিযোগ তুলে ফিলিস্তিনের গাজা সিমান্তে ট্যাংক ও পদাতিক সাঁজোয়া যান মোতায়েন করেছে সন্ত্রাসবাদী রাষ্ট্র ইসরাইল। তারা প্রস্তুতি নিচ্ছে তীব্র আক্রমনের। টার্গেট রেখেছে হামাসের দফতর। হামাস রেডিওর বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও বিমান হামলা বা কোন আক্রমনের সংবাদ পাওয়া যায়নি তবে ফিলিস্তিনে কঠোর আক্রমন করা হবে বলে জানিয়েছে ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু। ইসরাইলে নির্বাচন উপলক্ষে যুক্তরাষ্ট সফর করা নেতানিয়াহু হামলা পরিচালনার জন্য সফর সংক্ষিপ্ত করে ইসরাইলে ফিরে গেছে।
অপরদিকে বিশ্বের সকল দেশ, জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন সবার বিরোধিতা সত্বেও। গোলান মালভূমি ইসরাইলের সার্বভৌমত্ব হিসেবে স্বীকৃতি দিয়ে ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ওয়াশিংটনে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর উপস্থিতিতে ট্রাম্প এ ঘোষণাপত্রে স্বাক্ষর করেন।
এদিকে গতকাল গাজা থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিবে হামলা করা হয়েছে বলে সংবাদ প্রকাশিত হয়েছে। হামলায় তেল আবিবের একটি বাসভবন ধ্বংস হয়ে সাত ব্যক্তি আহত হয়েছে বলেও দাবি করেছে ইসরাইল।
যদি হামাসের পক্ষ থেকে এ আক্রমন হয়ে থাকে তবে এটিই হবে ২০১৪ সালের গাজা যুদ্ধের পর প্রথম ফিলিস্তিন থেকে এ ধরনের হামলার ঘটনা। এ হামলার জবাব দেয়ার জন্য নেতানিয়াহু ইসরাইলে পৌছেছে বলে জানা গেছে।
তেল আবিবে আজ ভোরে সাইরেন বাজানো হয়েছে। বিমান বা ক্ষেপণাস্ত্র হামলার আশংকা থাকলে সাধারণত এভাবে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়।
প্রসঙ্গত : ১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধের সময় ইসরাইল এই জায়গাটি সিরিয়ার কাছ থেকে দখল করে নিয়েছিল। কিন্তু গত বৃহস্পতিবার ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র জেনেছে গোলান ইসরাইলের সার্বভৌম। আর এ কারণেই গোলান মালভূমিতে ইসরাইলের সার্বভৌমত্বের স্বীকৃতি দেয়া উচিত যুক্তরাষ্ট্রের।