সন্ত্রাসবাদী রাষ্ট্র ইসরাইলের তেল আবিবে ফিলিস্তিনি হামাসের রকেট হামলার দাবি

প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০১৯

ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ইসরায়েলের তেল আবিব শহরে রকেট হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরাইল। এতে ৭ জন আহত হয়েছে বলেও জানিয়েছে তারা। খবর আল জাজিরার।

সোমবার (২৫ মার্চ) দেশটির তেল আবিব শহরের মিসমেরেতে এ হামলা হয় বলে জানিয়েছে ইসরায়েল কর্তৃপক্ষ। হামলার ঘটনায় মিসমেরেতে একটি ভবন ক্ষতি হয়েছে বলেও দাবি করেছে তারা। এছাড়া মিসমেরেতের ভবনটি ক্ষতিগ্রস্ত হওয়ার ব্যাপার নিশ্চিত করেছেন ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এমানুয়েল নাহসন।

এদিকে এ হামলার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু ওয়াশিংটনে তার সফর সংক্ষিপ্ত করেছে বলে জানিয়েছে। ‘নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর আবার হামলে পড়তে পারে সন্ত্রাসবাদী ইসরাইলের সেনারা’ এমন আশঙ্কা করছে সবাই।

ইসরায়েলের আসন্ন নির্বাচনকে ঘিরে প্রচারণার অংশ হিসেবে বর্তমানে যুক্তরাষ্ট্র সফর করছেন দেশটির প্রধানমন্ত্রী ইহুদীবাদী নেতা বেনজামিন নেতানিয়াহু। হামলার পর সফরটি সংক্ষিপ্ত করে শিগগির দেশে ফিরবেন বলে জানিয়েছেন তিনি। হামলা প্রসঙ্গে নেতানিয়াহু বলেন, ‘আমি কয়েক ঘণ্টার মধ্যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করব এবং এর পরপরই আমি ইসরাইলে ফিরে আসব অপারেশন পরিচালনার জন্য। ‘দ্রুতই এ হামলার জবাব দেয়া হবে।’ বলেও জানিয়েছে নেতানিয়াহু।

হামলার পর গাজায় পন্য পরিবহনের সব রাস্তা বন্ধ করে দিয়েছে ইসরাইল।

প্রসঙ্গত : গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্যায়ভাবে গোলান মালভূমিকে ইসরাইলের বলে ঘোষণা দেন। এর পর থেকেই ফিলিস্তিনে প্রতিবাদ চলছে। তবে তেল আবিবে এ হামলা ফিলিস্তিনিরা চালিয়েছে কি না তা জানা যায়নি। হামাসও এ বিষয়ে কোন বিবৃতি দেয়নি।

মন্তব্য করুন