জবি উপাচার্যের সাথে ইশা ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সাক্ষাৎ

প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০১৯

নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মীজানুর রহমানের সাথে আজ ২৫ মার্চ সৌজন্য সাক্ষাৎ করেন ইশা ছাত্র আন্দোলন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সদ্য সাবেক সভাপতি সরোয়ার হোসেন ও সদ্য সাবেক সহ-সভাপতি মুহাম্মাদ ইসহাক।

আরো উপস্থিত ছিলেন, ইশা ছাত্র আন্দোলন জবি শাখার সভাপতি মু আল-আমীন, সাধারণ সম্পাদক  তানভীর রেহমান, সাংগঠনিক সম্পাদক খালিদ হোসেন, অর্থ সম্পাদক নুরুল ইসলাম, দফতর সম্পাদক আমিনুল ইসলাম ও সদস্য হাফেজ ইব্রাহীমসহ প্রমুখ।

এ সময় উপাচার্যের সাথে জবি ক্যাম্পাসের পরিবেশ ও অন্যান্য বিষয় নিয়ে আলাপ আলোচনা করা হয়। যার মধ্যে ছিলো বর্তমানে ছাত্র রাজনীতি ইতিহাস-ঐতিহ্যকে জলাঞ্জলি দিয়ে ব্যবহৃত হচ্ছে ক্ষমতার সিঁড়ি হিসেবে, সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে নষ্ট করা হচ্ছে ক্যাম্পাসের শিক্ষার সুষ্ঠু পরিবেশ।

সেই মুহুর্তে ছাত্র রাজনীতির ইতিহাসকে পুনরুদ্ধার করতে, ক্যাম্পাসে গঠনমূলক রাজনীতি প্রতিষ্ঠা কল্পে ও আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় সৎ, দক্ষ ও যোগ্য নেতৃত্ব তৈরীতে ক্যাম্পাসে নিরলস কাজ করছে ইশা ছাত্র আন্দোলন।

এছাড়াও দীর্ঘ সময় ধরে বন্ধ থাকা জবিতে কেন্দ্রীয় ছাত্র সংসদ কার্যক্রম প্রশাসনের যুগোপযোগী নির্বাচন আয়োজনের মধ্যদিয়ে  ছাত্র সংসদ তার ক্ষয়ে যাওয়া প্রাণ ফিরে পাবে তা নিয়ে কথা বলা হয়। এসময় দ্রুত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন দাবী করা হয়। ক্যাম্পাসে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনে ইশা ছাত্র আন্দোলন পূর্ণ প্যানেলে নির্বাচন করবে বলে  তারা  আশা প্রকাশ করেন।

মন্তব্য করুন