রাজধানীতে ট্রাকচাপায় ইসলামী শ্রমিক আন্দোলনের নেতা নিহত

প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০১৯

যাত্রাবাড়ীতে ট্রাকচাপায় ইসলামী শ্রমিক আন্দোলনের নেতা নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। আজ শনিবার ২৩ (মার্চ) রাজধানীর ডেমরায় ইসলামী শ্রমিক আন্দোলন যাত্রাবাড়ী থানার ৪৮ নং ওয়ার্ড শাখার প্রশিক্ষণ সম্পাদক আব্দুস সালাম (৪০) রিকশা চালানোর সময় ট্রাকচাপায় নিহত হন।

আব্দুস সালাম ডেমরার রাণীমহল এলাকা হতে সারুলিয়া যাওয়ার পথে সারুলিয়া বাজার এলাকায় পুলিশ ফাঁড়ির কাছে এলে বোপরোয়া ট্রাকে চাকার নিচে তার মাথা পিষে ফেলে। এ সময় স্থানীয়রা তাকে ঢাকা মেডিকেল নেয়ার পথেই তার মৃত্যু হয়।

জানা গেছে, ট্রাক ড্রাইভারের নাম মুহাম্মদ জুনাইদ(২১)। ঘটনাস্থল থেকে চালক মুহাম্মদ জুনাইদতে আটক এবং ট্রাকটি থানায় আনা হলেও এখনো কোন মামলা দায়ের হয়নি। গাড়ির নাম্বার নারায়ণগঞ্জ-ট০২০০৩৮।

এ ঘটনার সুষ্ঠ তদন্ত ও বিচার দাবী করেছে নিহতের পরিবার। মামলা নিতে টালবাহানা করলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছে স্থানীয় ইসলামী আন্দোলনের নেতৃবিন্দ।

এসময় ডেমরা থানা ট্রাক শ্রমিক সমিতির সভাপতি ৫০,০০০ টাকা ক্ষতিপূরণ দিয়ে সূরাহা করতে চাইলে বিষয়টি মেনে নেয়নি ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ।

মন্তব্য করুন