
ভারতের গুরগাঁওয়ে ঘরে ঢুকে উগ্রপন্থী হিন্দুত্ববাদীদের একটি দল মুসলিম পরিবারের ওপর নির্মম নির্যাতন করেছে। নির্যাতনে ভিডিও ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবে প্রকাশ হয়েছে। গত বৃহস্পতিবার (২১ মার্চ) বিকাল ৫টার দিকে গুরগাঁওয়ের ভূপ সিংহ নামক এলাকায় এক মুসলিম পরিবারের সদস্যরা এমন সন্ত্রাসবাদের শিকার হয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। নির্যাতিত ওই মুসলিম পরিবারের ওপর সন্ত্রাসীদের অত্যাচারের ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির নেট জনতা। সোশ্যাল মিডিয়ায় চলছে কড়া প্রতিক্রিয়া। তবে ঘটনার নিন্দা জানিয়ে বিচারের দাবি জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, এমন খবরও প্রকাশিত হয়েছে। ভিডিওতে দেখা গেছে, প্রায় ৪০ জনের একটি দল এসে লোহার রড এবং হকিস্টিক দিয়ে পরিবারের পুরুষ সদস্যদের বেধড়ক পিটিয়ে রক্তাক্ত করছে। এসময় তাদেরকে না পেটাতে অনুরোধ জানান পরিবারের নারী সদস্যরা কিন্তু তারা নির্মমভাবে পিটিয়েই যাচ্ছিল। মারধরের সময় দুষ্কৃতিকারীরা ‘পাকিস্তানে যা’ বলে হুমকি দিচ্ছিল বলে জানান ভুক্তভোগী পরিবার। কট্টরপন্থী হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠনের সাহায্যে এ নির্যাতন চালানো হয়েছে বলে জানিয়েছে নির্যাতিত পরিবার।
গুরগাঁও পুলিশ জানিয়েছে, এ হামলা পরিকল্পিত। ঘটনাস্থলে আমরা পৌঁছার পূর্বেই দুষ্কৃতিকারীরা (উগ্র সন্ত্রাসীরা) পালিয়ে যায়। তবে অভিযোগের ভিত্তিতে এখন পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় গুরগাঁও পুলিশ। ভিডিও ফুটেজ দেখে বাকিদের খোঁজ করা হচ্ছে।
গুরগাঁওয়ের এসিপি শামসের সিংহ বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে। আক্রান্ত্ররা মুসলিম সম্প্রদায়ের। তারা বাড়ির বাইরে ক্রিকেট খেলার সময়ই এই ঘটনা ঘটেছে। অভিযুক্তদের সনাক্ত করার চেষ্টা চলছে।’
প্রসঙ্গত : ভারতে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর তাদের মদদে উগ্রবাদী হিন্দুত্ববাদী সংগঠন আরএসসসহ ভারতে আরও বেশ কিছু সংগঠন ক্রমাগত মুসলিমবিদ্ধেষ ছড়িয়ে যাচ্ছে। তারা প্রকাশ্যে মুসলমানদের ওপর ভয়াবহ নির্যাতন চালিয়ে যাচ্ছে ভারতে। কখনও গো-মাতা রক্ষার নামে তো কখনও বিভিন্ন ঠুনকো ঠুনকো ইস্যূতে মুসলমানদের উপর নির্মম নির্যাতন চালায় তারা। রাষ্ট্রীয়ভাবেই অনেকটা তাদেরকে সাহায্য করা হয় বলেও অভিযোগ ভারতের মুসলমানদের।
ভিডিও : [সংবেদনশীল ভিডিও, ছোটরা দেখবেন না]

