নেত্রকোনায় প্রতিবন্ধী নারীকে গণধর্ষণের অভিযোগ

প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, মার্চ ২২, ২০১৯

পাবলিক ভয়েস: নেত্রকোনায় প্রতিবন্ধী নারীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে এলাকার চার যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই নারী গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মামলা করেছেন।

মামলার আসামিরা হলো, উপজেলার রূপচন্দ্রপুর গ্রামের শাহজাহান খানের ছেলে ইমন মিয়া (২০), একই গ্রামের আবুল হোসেনের ছেলে ফরিদ মিয়া (১৯), কমল মিয়ার ছেলে আরিফ (২০) ও মৃত মতি মিয়ার ছেলে মোফাজ্জল হোসেন (২১)।

তবে পুলিশ আজ শুক্রবার পর্যন্ত মামলার কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।

অভিযোগে জানা গেছে, আটপাড়ার স্বরমশিয়া ইউনিয়নের যাদবপুযর গ্রামের প্রতিবন্ধী ওই নারীকে গতকাল বৃহস্পতিবার দুপুরে একই ইউনিয়নের রূপচন্দ্রপুর গ্রামের ইমন মিয়া, ফরিদ মিয়া, কমল মিয়ার ছেলে আরিফ ও মোফাজ্জল হোসেন কৌশলে উপজেলার কোনাপাড়া মোড়ে মাওলানা কবীর আহম্মেদের পরিত্যক্ত গোডাউনে নিয়ে যায়। সেখানে যুবকরা ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করে চলে যায়। পরে ধর্ষিতা সেখান থেকে বের হয়ে আটপাড়া থানায় ওই চার যুবকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

আটপাড়া থানার ওসি আলী হোসেন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।

মন্তব্য করুন