মুফতী তাকি উসমানীর উপর হামলার প্রতিবাদে ঢাকার যাত্রাবাড়িতে মিছিল

প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, মার্চ ২২, ২০১৯

উপমহাদেশের বিখ্যাত আলেমে দ্বীন ও ইসলামী স্কলার পাকিস্তানের মুফতি তাকী উসমানী সাহেবের গাড়ি বহরে আজ দুপুর তিনটার দিকে হামলার ঘটনা ঘটেছে এ হামলায় মুফতী তাকি উসমানী এবং তার স্ত্রী মিসেস তাকী উসমানী বেঁচে গেলেও নিহত হয়েছেন তার দুজন সঙ্গী এবং গুরুতর আহত হয়েছেন মুফতি তকী উসমানী ও তার স্ত্রী।

ন্যাক্কারজনক এ হামলার প্রতিবাদে ঢাকার যাত্রাবাড়িতে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতী সৈয়দ ফয়জুল করীমের নেতৃত্বে প্রতিবাদ মিছিল হয়েছে।

মিছিল পূর্ববর্তি মিছিলে মুফতী ফয়জুল করীম বলেন, গোটা দুনিয়ায় মুসলমানদের উপর বর্বোরচিত হামলা হচ্ছে। পাকিস্তানের প্রখ্যাত আলেম ও বিশ্বনন্দীত ইসলামী স্কলার মুফতী তাকি উসমানীর উপর এ হামলার তীব্র নিন্দা জানাই আমি। এবং এ হামলার সাথে সংশ্লিষ্ট সন্ত্রাসীদের উপযুক্ত বিচারের আওতায় আনার দাবি জানাই।

যেভাবে হামলা হয়েছে মুফতী তাকি উসমানীর গাড়ি বহরে

মন্তব্য করুন