ময়মনসিংহে ৭৭ লিটার চোলাইমদসহ আটক ২

প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, মার্চ ২২, ২০১৯
৭৭ লিটার চোলাইমদসহ দু’জন আটক।

পাবলিক ভয়েস: ময়মনসিংহে অভিযান চালিয়ে ৭৭ লিটার চোলাই মদসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ শুক্রবার (২২ মার্চ) দুপুরে র‌্যাব-১৪ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকরা হলো- শংকর ঋষি (৩০) ও প্রমি ঋষি (২৫)।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গতকাল বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে শহরতলী শম্ভুগঞ্জের চামড়া বাজার ঋষি পাড়া এলাকা থেকে ওই দুই মাদকবিক্রেতাকে আটক করে র‌্যাব। পরে তাদের দেখানো মতে, ঘরের খাটের নিচে থাকা বস্তার ভেতর থেকে দেশীয় তৈরি ৭৭ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের মূল্য প্রায় সাড়ে ৩৮ হাজার টাকা।

আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানায় র‌্যাব-১৪।

মন্তব্য করুন