

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম বলেছেন, সারাবিশ্ব জুড়ে মুসলমানদের বিতর্কিত ও সন্ত্রাসী বানানোর যে আন্তর্জাতিক চক্রান্ত হচ্ছে তা কোনভাবেই সফল হবে না। বিশ্বব্যাপী মুসলমানরা সন্ত্রাসী নয় বরং মুসলমানদের উপর সন্ত্রাসবাদের অভিযোগ এনে বিশ্ব সন্ত্রাসী আমেরিকাসহ আরও অনেক দেশ মিলে ইরাক আফগানসহ অসংখ্য মুসলিম দেশ ধ্বংশ করে দিয়েছে। অথচ পরে প্রমানিত হয়েছে মুসলমানরা সন্ত্রাসী নয়। বরং মুসলমানদের সন্ত্রাসী বানানোর জন্য সিনেমা স্টাইলে শুটিং করে তা বিশ্বব্যাপী প্রচার করার মাধ্যমে মুসলমানদের সন্ত্রাসী বানানোর অপচেষ্টা করা হয়। তবে এ অপচেষ্টা সফল হবে না বলেও বলেন তিনি।
আজ ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর-এর ব্যবস্থাপনায় শেখ ফজলে বারী মাসউদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে নগর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর সভাপতি শেখ ফজলে বারী মাসউদ
তিনি বলেন, মুসলমানরা সারা বিশ্বব্যাপী নির্যাতিত হয়ে আসছে। এখন সময় এসেছে নিজেদেরকে তৈরি করার এবং সারা বিশ্বে মুসলমানদের যারা সন্ত্রাসী বানানোর অপচেষ্টা করে তাদের প্রতিহত করার। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ এ নামাজরত মুসল্লিদের গুলি করে হত্যা করার বিষয়ে তিনি বলেন, নামাজরত মুসল্লিদের এভাবে নৃশংসভাবে হত্যার ইতিহাস দ্বিতীয়টি নেই এটি যারা করেছে তারা অবশ্যই সন্ত্রাসী গোষ্ঠী। কিন্তু তারপরও তাদেরকে সন্ত্রাসী বলা হয় না তাদের জাতিগোষ্ঠীকে সন্ত্রাসী বানানো হয় না।
তিনি নিরাপদ সড়ক আন্দোলনের বিষয়ে বলেন, নিরাপদ সড়ক আন্দোলন এর পক্ষে ১০০ পার্সেন্ট মানুষের সমর্থন যুক্ত হয়েছে। সবাই নিরাপদ সড়ক চায়। সরকার বারবার ওয়াদা করেও নিরাপদ সড়ক আন্দোলনের দাবিগুলো পূরণ করতে পারেনি। তিনি সরকারের কাছে জোর দাবি জানান নিরাপদ সড়কের জন্য সকল দাবি মেনে নিতে। প্রশাসনের সার্বিক আচরণের বিষয়ে তিনি বলেন, প্রশাসন ছিল জনগণের বন্ধু কিন্তু তারা এখন ঘুষ খেয়ে জনগণের অশান্তির কারণে পরিণত হয়েছে। তিনি আওয়ামী লীগ বিএনপি উভয় দলের বিষয়ে বলেন, তাদের একদল নামিয়ে আর এক দল ক্ষমতায় আনার মাধ্যমে দেশের জনগনের কোন ভাগ্যন্নয়ন হবে না।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমেদ
নগর সম্মেলনে এছাড়াও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমেদ, যুগ্ম মহাসচিব বর্ষীয়ান রাজনীতিবীদ অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ কামাল উদ্দিন সিরাজ। ইসলামী শ্রমিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সেক্রেটারী হাফেজ মাওলানা মুহাম্মদ সিদ্দিকুর রহমান। জাতীয় শিক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি অধ্যাপক নাসির উদ্দীন খান। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সেক্রেটারী জেনারেল মুহাম্মাদ মুস্তাকিম বিল্লাহ সহ কেন্দ্রীয় ও নগর নেতৃবৃন্দ।