২ বিমানবালার অন্তর্বাস থেকে বের হল ৩৬ পিস স্বর্ণের বার

প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০১৯

পাবলিক ভয়েস: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি এয়ারলাইন্সের দুজন নারী ক্রুকে ৩৬ পিস স্বর্ণের বারসহ আটক করা হয়েছে।

আর্মড পুলিশের সহায়তায় বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ গতকাল রোববার দিবাগত মধ্য রাতে সায়মা আক্তার ও ফারজানা আফরোজ নামের এই দুই নারী কেবিন ক্রুকে আটক করে। এসময় সায়মার কাছ থেকে ২৬ পিস এবং ফারজানার কাছ থেকে ১০ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়।

সৌদি এয়ারলাইন্সের এসভি-৮০২ ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর ওই ফ্লাইটের দুই নারী কেবিন ক্রুকে তল্লাশিকালে তাদের অন্তর্বাসে লুকিয়ে রাখা বারগুলো উদ্ধার করা হয়।

দুজনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

মন্তব্য করুন