

পাবলিক ভয়েস: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল-নূর ও লিনউড মসজিদে নামাযরত মুসল্লিদের উপর উগ্র শ্বেতাঙ্গ খ্রিস্টান সন্ত্রাসী ব্রেন্টন ট্যারান্ট কর্তৃক নির্মম হামলাকে পশ্চিমা বিশ্বের ইসলামবিদ্বেষী মনোভাবের বহিঃপ্রকাশ বলে আখ্যায়িত করেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের সভাপতি রিদওয়ানুল হক শামসী।
আজ ১৭ মার্চ রবিবার বিকাল ৩টায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, চট্টগ্রাম মহানগর কর্তৃক নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে নির্মম হত্যাকান্ডের প্রতিবাদে নগরীর দেওয়ানহাট চত্বরে নগর সাধারণ সম্পাদক মুহা. মুস্তাফিজুর রহমানের সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সভাপতি ও কেন্দ্রীয় শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব জান্নাতুল ইসলাম বলেন, “পশ্চিমা বিশ্ব সুযোগ পেলেই কৌশলে কিংবা সরাসরি ইসলামের বিরুদ্ধাচরণ করে। গত জুমার মসজিদে প্রকাশ্য হামলা তাদের দীর্ঘদিনের প্রচণ্ড মুসলিম বিদ্বেষী মনোভাবের বহিঃপ্রকাশ। যেহেতু নিহতদের মধ্যে চারজন বাংলাদেশী নাগরিক, সেহেতু এ ইস্যুতে বাংলাদেশ সরকারের দায় থেকে যায়। তাই আমরা বাংলাদেশ সরকারের মাধ্যমে এই হামলায় জড়িত সন্ত্রাসী ব্যক্তি বা গোষ্ঠীকে চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনার জন্য দাবী করছি।
আমরা মনে করি নিউজিল্যান্ড সরকার যদি মুসলিমবিদ্বেষী গোষ্ঠীকে আশকারা দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করে, তবে বিশ্বমুসলিম সন্ত্রাসীদের মোকাবেলায় জিহাদের ঘোষণা দিতে পারে।” তিনি সন্ত্রাসীদের প্রকাশ্যে সর্বোচ্চ শাস্তির আওতায় এনে পরিস্থিতি নিয়ন্ত্রণের আহ্বান জানান।
উক্ত মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম মহানগরের সভাপতি মুজাহিদ সগীর আহমদ চৌধুরী; ইসলামী শ্রমিক আন্দোলন চট্টগ্রাম মহনগর সাধারণ সম্পাদক, মুহাম্মদ ইবরাহীম খলীল; যুবনেতা, আবু মাসুম নয়ন; শ্রমিক নেতা, নওয়াব মিয়া, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ তানভির হোসাইন, অর্থ সম্পাদক মুহাম্মদ মুনির হোসাইন; দফতর সম্পদাক, মুহাম্মদ মুহাম্মদ শাফায়াত হোসাইনসহ নগর ও থানা নেতৃবৃন্দ। মানববন্ধন শেষে একটি মিছিল আগ্রাবাদ চৌমুহনী মোড় প্রদক্ষিণ করে দেওয়ান মোড়ে জড়ো হয়ে শহীদদের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজানের মাধ্যমে সমাপ্ত হয়। #বার্তা প্রেরক মুহাম্মদ জিল্লুর রহমান প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর