
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের সিনেটর ফ্রেসার অ্যানিং নিউজিল্যান্ডে ক্রাইসচার্চে দুটি মসজিদে শেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী সন্ত্রাসী ব্রেন্টন টেরেন্টের ভয়াবহ ও নৃশংস বন্দুক হামলায় ৪৯ জন মুসলমানের নিহত হওয়ার ঘটনায় মুসলিমদের নিয়েই বাজে মন্তব্য করেছিলেন।
তার ওই মন্তব্যের জের ধরে অস্ট্রেলিয়ায় সে পদে পদে লাঞ্চিত হতে দেখা গেছে। এক কিশোর গণমাধ্যমের সামনে তার মাথায় ডিম ভেঙ্গে প্রতিবাদ জানিয়ে আলোচনার জন্ম দিয়েছে।
এরপর দেখা গেছে মেলবোর্ন বিমানবন্দরে তাকে ঘিরে ধরেছে কয়েকজন যুবক যারা তার বক্তব্যের কঠোর প্রতিবাদ জানাচ্ছিল। তাকে ‘পঁচা ইদুর’ বলে প্রতিবাদ জানাতেও দেখা গেছে তাদেরকে। এছাড়াও প্রায় দেড় মিনিটে ভিডিওতে তাদেরকে বলতে শোনা যায়, ‘তুমি একজন সিনেট সদস্য, তুমি কিভাবে এ ধরণের কথা বলেছো’ কিছু স্ল্যাং শব্দ ব্যবহার করেও তার প্রতি ক্ষোভ ঝাড়তে দেখা যায় জনগনকে।

