আদালত থেকে রিমান্ডে নিউজিল্যান্ডে মসজিদে হামলাকারী উগ্র সন্ত্রাসী ব্রেন্টন

প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০১৯

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে শুক্রবার জুমার নামাজ চলাকালীন সময়ে গুলি চালান ব্রেন্টন ট্যারেন্ট নামে এক উগ্রবাদী শ্বেতাঙ্গ সন্ত্রাসী। এতে তিনজন বাংলাদেশীসহ শহীদ হয়েছেন ৪৯ জন। আহত হন আরও ৪৮ জন। গুরুতর অবস্থায় আছেন অনেকেই।

২৮ বছর বয়সী হামলাকারী এই ব্যক্তিকে শনিবার ক্রাইস্টচার্চ ডিস্ট্রিক্ট কোর্টে হাজির করা হয়। আদালতে হাজির হওয়ার পর সে অনেকটাই নির্বিকার অবস্থায় ছিল। তার মধ্যে অনুশোচনা তো দুরের কথা বরং সাংবাদিকরা ছবি তোলার সময়ও সে নির্লজ্জের মত হাসছিল।

আদালতে তাকে প্রাথমিক দোষী সাব্যস্থ করে আগামী ৫ এপ্রিল আদালতে পরবর্তী হাজিরা দেয়ার আগ পর্যন্ত তার রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আদালতে সাদা পোশাক ও হাতকড়া পরে খালি পায়ে থাকা টারান্ট কোনও কথাই বলেনি। বরং, শুনানির সময় তাকে দেখে মনে হচ্ছিল, তার মধ্যে কোনও অনুশোচনার লেশমাত্র নেই।

নিউজিল্যান্ড হেরাল্ডের রিপোর্ট অনুযায়ী, শুনানির সময় তার ছবি তুলছিলেন যখন সংবাদমাধ্যমের কর্মীরা, তখন নির্বিকারভাবে তাদের দিকে তাকিয়ে হেসে যাচ্ছিল।

পুলিশ জানিয়েছে, যে আইনজীবী তার হয়ে মামলাটি লড়ছেন, তিনি জামিন বা অভিযুক্তের নাম ধামাচাপা দেয়ানোর কোনও চেষ্টাই করেননি।

প্রসঙ্গত : শুক্রবার ক্রাইস্টচার্চের আল নুর মসজিদে স্থানীয় সময় বেলা দেড়টার দিকে মুসল্লিদের ওপর স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে হামলা চালায় ব্রেনটন। অল্পের জন্য ওই হামলা থেকে বেঁচে যান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা। কাছাকাছি লিনউড মসজিদে দ্বিতীয় দফায় হামলা চালানো হয়। আল নুর মসজিদে ৪১ জন ও লিনউড মসজিদে সাতজন শাহাদাত বরণ করেন এবং একজন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মন্তব্য করুন