

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ডাকসুর বিজয়ী পূর্ণাঙ্গ প্যানেল আজ গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে গেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণভবন পর্যন্ত ডাকসু নেতারা কিভাবে গেছেন তা নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে।
প্রাথমিক খবরে ডাকসু ভিপি নুরুল হক নুর প্রধানমন্ত্রীর পাঠানো গাড়িতেগণভবনে গিয়েছেন বলে সংবাদ প্রকাশিত হয়েছে এমনকি সংবাদ মাধ্যমগুলোর দাবি ছিল, ডাকসু ভিপি নূর জানিয়েছেন, তিনি প্রধানমন্ত্রী পাঠানো গাড়িতে যাবেন।
কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে কোটা সংস্কার আন্দোলনকারীদের প্যানেলে জিএস পদে নির্বাচন করা মোহাম্মদ রাশেদ খান গণমাধ্যমকে জানিয়েছেন, “প্রধানমন্ত্রী পাঠানো গাড়িতে নয় বরং নিজে ভাড়া দিয়ে উবারে করে গণভবনে গিয়েছেন ডাকসু ভিপি নুরুল হক” এবং ‘প্রধানমন্ত্রীর পাঠানো গাড়িতে করে গণভবনে গিয়েছেন নুরুল হক এমন সংবাদ প্রকাশ না করতেও অনুরোধ জানান তিনি’
সূত্র জানায়, নুর সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্রভাবে নির্বাচিত ডাকসু নেতাদের নিতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে দুটি গাড়ি পাঠানো হয়। ওই গাড়িতে স্বতন্ত্র নেতারা গণভবন গেলেও উবার ডেকে নেন ভিপি নুর।
নুরের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নেতাদের পক্ষ থেকে জানানো হয়, উবারে নুরের ভাড়া পড়ে ২১০ টাকা। একই প্যানেল থেকে নির্বাচিত ডাকসুর সমাজসেবা সম্পাদক আক্তার হোসেনও ওই গাড়িতে নুরের সঙ্গে ছিলেন।