

নিউজিল্যান্ডের দুটি মসজিদে হামলার ঘটনায় সারা বিশ্ব সমবেদনা জানাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে চলছে নিন্দার ঝড়। সবাই যার যার জায়গা থেকে এই নৃশংস হামলার প্রতিবাদ জানিয়েছেন।
এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন। যদিও তার সমবেদনা জানানোর ধরন এবং শব্দচয়ন নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। তাছাড়া হামলাকারী উগ্র খ্রিষ্টান সন্ত্রাসী নিজেকে নরেন্দ্র মোদির একনিষ্ঠ ভক্ত বলেও প্রচার করেছেন। ট্রাম্প অনেকটাই দায়সারা ভাবে প্রতিবাদ বিবৃতি দিয়েছেন বলে অভিযোগ অনেকের।
কিন্তু বিশ্ব নেতারা সবাই প্রতিবাদ জানালেও কোন টুঁশব্দটিও করছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যদিও তিনি টুইটারে সরব ব্যক্তি বলেই পরিচিত সবার কাছে। যেকোনো ঘটনাতেই তিনি টুইট করেন এবং তার অবস্থান জানান দেন কিন্তু নিউজিল্যান্ডের এই ভয়াবহ ঘটনায় নরেন্দ্র মোদির কোন প্রতিক্রিয়া দেখা যায়নি। সমান্য সমবেদনাও তিনি প্রকাশ করেননি।
অনেকে ধারণা করছে কেবল মুসলিমরা মারা গেছেন বলেই নরেন্দ্র মোদী কোন প্রতিক্রিয়া দেখাননি কারণ ভারতের নির্বাচনে উগ্র হিন্দুত্ববাদীদের সামর্থ্যকরাই নরেন্দ্র মোদির মোটব্যাংক।
আরএসএস এবং বিজেপির মত হিন্দুত্ববাদী এবং মুসলিম বিদ্বেষী সংগঠনগুলো সাথে ওতপ্রোতভাবে জড়িত ভারতের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মোদি তাই তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করছেন না বলেই অনেকের ধারণা করছে।