

নিউজিল্যান্ডের আল নূর মসজিদে উগ্র খৃস্টান সন্ত্রাসী কর্তৃক হামলার ঘটনায় দুই বাংলাদেশিসহ ৫০ জনের বেশি নিহত হওয়ার নৃশংস ঘটনার প্রতিবাদে ঢাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বা’দ আসর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতী সৈয়দ ফয়জুল করীমের নেতৃত্বে এ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য প্রিন্সিপাল মোসাদ্দেক আল মাদানী, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলমসহ সংগঠনের নেতৃবৃন্দ।
বিক্ষোভপূর্ব সমাবেশে নেতৃবৃন্দ নিউজিল্যান্ডে নৃশংস এ হামলার কঠোর প্রতিবাদ করেন এবং বাংলাদেশ সংসদে এ ঘটনার উপর নিন্দা প্রস্তাব পাশ করার আহবান জানান।