নির্মম গুলিবর্ষণও যাদের ‘এক আল্লাহর’ সাক্ষ দেয়া থেকে রুখতে পারেনি

প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০১৯

জুমার নামাজের সেজদারত অবস্থায় এক খৃস্টান সন্ত্রাসী পরপর নিউজিল্যান্ডের দুটি মসজিদে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলিবর্ষণ করেছে। নির্মম এ হত্যাকান্ডে দুজন বাংলাদেশিসহ প্রায় ৪৯ জন শহীদ (নিহত) হয়েছেন এবং আরও ২০ জনের মত আহত হয়েছেন বলে জানিয়েছে নিউজিল্যান্ড পুলিশ। এছাড়াও আশঙ্কাজনক অবস্থায় আছে আরও অনেকে। হামলার পর প্রকাশিত একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের ছবিতে দেখা গেছে বেঁচে ফেরা মুসলমানরা “লা ইলাহা ইল্লাল্লাহ” কালেমা পড়ছেন এবং আঙ্গুল উঁচিয়ে শাহাদাতে কালেমার সাক্ষ দিচ্ছে।

এছাড়াও অনেককে দেখা গেছে রক্তমাখা পোশাকেই নামাজ আদায় করছেন মসজিদের সামনেই।

মসজিদে হামলার ঘটনায় দুই বাংলাদেশিসহ নিহত অর্ধশত, আহত ৪৮

মন্তব্য করুন