মসজিদে হামলার ঘটনায় দুই বাংলাদেশিসহ নিহত অর্ধশত, আহত ৪৮

প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০১৯

পাবলিক ভয়েস: নিউজিল্যান্ডের আল নূর মসজিদে বন্দুক হামলার ঘটনায় দুই বাংলাদেশিসহ ৫০ জনের বেশি নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪৮ জন। এদের মধ্যে ২০ জনের অবস্থা গুরুতর। তবে হতাহতদের প্রকৃত সংখ্যা আরো বেশি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এ সময় সেখানকার আরো একটি মসজিদে হামলা হয়েছিলো। তবে ওই হামলায় হতাহতের খবর পাওয়া যায়নি।

নিহতের সত্যতা নিশ্চিত করে অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম সুফিউর রহমান সাংবাদিকদের জানান, আমরা এখন পর্যন্ত দুজন বাংলাদেশি নিহত হয়েছে বলে শুনেছি। তবে তাদের নাম–পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত করে কিছু পাওয়া যায়নি।

এছাড়া গুলিবর্ষণের ঘটনায় আহত দুই বাংলাদেশি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন। আরও দুজন বাংলাদেশি নিখোঁজ আছেন বলে জানতে পেরেছি।

আজ শুক্রবার স্থানীয় সময় দুপুর ১টা ৪০ মিনিটে কমপক্ষে দুই বন্দুকধারী ক্রিস্টচার্চ শহরের হেজলে পার্ক ডিস্ট্রিকের ডিন অ্যাভিনিউতে অবস্থিত আল নূর মসজিদে ওই হামলা চালায়। হামলাকারীদের একজন নিউজিল্যান্ড এবং অন্যজনকে অস্ট্রেলিয়ার নাগরিক বলে উল্লেখ করেছে স্থানীয় সংবাদ মাধ্যম নিউজিল্যান্ড হ্যারাল্ড।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, হামলার পর মসজিদের ভিতর ‘রক্তের নদী’ বয়ে যাচ্ছে। এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে লাশ এবং নিহতদের পোশাক আর জুতো।

এদিকে এ ঘটনায় এক নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ। এদের একজন অস্ট্রেলিয়ার নাগরিক বলে নিশ্চিত হয়েছে পুলিশ। আর হামলার মুল নায়ক ২৮ বছর বয়সী এই যুবক। তার নাম ব্রেটন টারান্ট।

মন্তব্য করুন