মালিক-শ্রমিক ভাই ভাই : শ্রমিক কনভেনশনে পীর সাহেব চরমোনাই

প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০১৯

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রচেষ্টার বিষয়ে তিনি কঠোর হুঁশিয়ারি জানিয়ে বলেন, গ্যাসের মূল্য বৃদ্ধি করতে দেয়া হবে না গ্যাসের মূল্য বৃদ্ধি করলে কঠোর আন্দোলন গড়ে  তোলা হবে।


আজ ১৫ মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী শ্রমিক আন্দোলনের ব্যবস্থাপনায় আয়োজিত জাতীয় শ্রমিক কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ রেজাউল করীম বলেন, এদেশে মালিক-শ্রমিক ভাই ভাই পরিচয়ে থাকবে। ভাই ভাই পরিচয়ে থাকলে মালিক শ্রমিকের মধ্যে ন্যায্য সুসম্পর্ক স্থাপন সহজ হয়

শ্রমিকের অধিকার বিষয়ে তিনি বলেন, একমাত্র ইসলামই শ্রমিককে তার ন্যায্য অধিকার দিয়েছে। মালিক শ্রমিক পরস্পরের মধ্যে ভাই ভাই সম্পর্ক এটা ইসলামেরই ঘোষণা। শ্রমিক মালিক যখন ভাই ভাই সম্পর্কিত হবে তখন পরস্পর পরস্পরকে অগ্রাধিকার দিবে এবং শ্রমিকের প্রতি মালিকের আন্তরিকতা থাকবে।

তিনি আরও বলেন, বাংলাদেশে প্রায় ৯২ ভাগ মুসলমান কিন্তু আমরা এদেশের মুসলমানরা ভিনদেশীদের আদর্শ তথা রাশিয়া চীনসহ তাদের শ্রমনীতি মেনে নিচ্ছি অথচ ইসলাম সবচেয়ে যোগ্য শ্রমনীতি দিয়েছে। শ্রমিকের প্রতি সহানুভূতি প্রকাশ এবং শ্রমিকের শ্রমের ন্যায্য মূল্য পরিশোধে ইসলাম কঠোর নির্দেশনা দিয়েছে।

সম্প্রতি গ্যাসের মূল্য বৃদ্ধির প্রচেষ্টার বিষয়ে তিনি বলেন, গ্যাসের মূল্য বৃদ্ধি একবার না বরং বেশ কয়েকবার বাড়ানো হয়েছে নতুন করে গ্যাসের মূল্য বৃদ্ধি এদেশের লাখো লাখো মানুষের জীবনে অর্থনৈতিক বিভিষিকা নিয়ে আসবে তাই তিনি কঠোর হুঁশিয়ারি জানিয়ে বলেন গ্যাসের মূল্য বৃদ্ধি করতে দেয়া হবে না গ্যাসের মূল্য বৃদ্ধি করলে কঠোর আন্দোলন করা হবে।

মুফতী সৈয়দ রেজাউল করীম সদ্য অনুষ্ঠিত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইসলামী সংগঠনের মিছিলের পর মুসলমানের সন্তানদের অনেকের মনেই আগুন ধরে গেছে। তিনি ডাকসু নির্বাচন পরিচালনা করা কমিশনকে উদ্দেশ্য করে বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন পরিচালনা কমিশন সুষ্ঠু নির্বাচন করতে সম্পন্ন হয়নি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় বাংলাদেশ সংগঠিত জাতীয় নির্বাচনও সুষ্ঠুভাবে হয়নি বরং কারচুপির নির্বাচন হয়েছে সম্প্রতি ইসির বক্তব্যের মাধ্যমে এটা এখন স্পষ্ট কারণ ইসি বলেছেন, ইভিএম ব্যবহার করা হলে রাতের বেলা ব্যালট বক্স ভরে রাখা হবে না তার মানে বুঝা যায় তারা ভোট চুরি করেছেন। ইসির বক্তব্যে এটাও প্রতীয়মান হয়, সত্য বেশিদিন চাপা রাখা যায় না।

সংসদে রাশেদ খান মেননের ইসলাম মুসলমানের বিরুদ্ধে দেয়া বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, এরা সংসদকে কলঙ্কিত করে রেখেছে। মেননের সংসদ সদস্য পদ বাতিলেরও দাবি জানান তিনি।

এছাড়াও কনভেনশনে জাতীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম ও প্রেসিডিয়ামের অন্যতম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমাদ যুগ্ম মহাসচিব এটিএম হেমায়েত উদ্দিন ও গাজী আতাউর রহমান এবং শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

মন্তব্য করুন