নিউজিল্যান্ডে মসজিদে হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৮

প্রকাশিত: ১২:২৬ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০১৯

পাবলিক ভয়েস: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে আজ শুক্রবার (১৫ মার্চ) মসজিদে বন্দুকধারী হামলার ঘটনায় নিহত ৩০ জনের মধ্যে অন্তত দুইজন বাংলাদেশি রয়েছেন বলে জানা গেছে। বাংলাদেশের অনারারি কনসাল ইঞ্জিনিয়ার শফিকুর রহমান বিডি নিউজিকে এ তথ্য জানিয়েছেন।

গুলিবিদ্ধ অবস্থায় আরও আট বাংলাদেশিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির কাছ থেকে খবর পেয়েছেন তিনি।

আজ শুক্রবার জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চের আল নূর ও লিনউড মসজিদে এই হামলার ঘটনায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো খবর দিয়েছে।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দু’টি মসজিদে হামলার ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে একজন নারী এবং তিনজন পুরুষ। স্থানীয় পুলিশ কমিশনার এ তথ্য নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন