নিউজিল্যান্ডের মসজিদে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩০

প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০১৯

পাবলিক ভয়েস: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে বন্দুকধারীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩০-এ দাঁড়িয়েছে। হামলার সময় ওই মসজিদে প্রায় ৩০০ মুসল্লি ছিলেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

এই হামলায় আরও বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতের সঠিক সংখ্যা নিশ্চিত হওয়া না গেলেও গুলিবিদ্ধদের মধ্যে তিনজন বাংলাদেশি রয়েছেন বলে জানা গেছে। নিউজিল্যান্ডের স্থানীয় সময় শুক্রবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে।

মসজিদে হামলার ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়েরা। অনুশীলন শেষে বাংলাদেশি ক্রিকেটাররা মসজিদে জুমার নামাজ আদায় করতে গিয়েছিলেন। এ ঘটনায় ৪জনকে আটক করেছে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে আল-জাজিরার খবরে বলা হয়েছে, জুম্মার নামাজের সময় হঠাৎ করে এক ব্যক্তি মসজিদে প্রবেশ করে এবং স্বয়ংক্রিয় অস্ত্র দিলে গুলি চালাতে শুরু করে।

একজন প্রত্যক্ষদর্শী বলেন, আমি দেখলাম লোকটি গুলি চালাচ্ছে। সম্ভবত বহু মানুষ মারা গেছে। পুলিশ তাকে নিরস্ত্র করার চেষ্টা করছে।

মন্তব্য করুন