নিউজিল্যান্ডে মসজিদে লাশের উপরে লাশ, মুহুর্মুহু গুলি

প্রকাশিত: ১২:০৩ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০১৯

পাবলিক ভয়েস: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে বন্দুকধারীর হামলার ২৭ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম। আজ শুক্রবার জুম্মার নামাজের সময় বেলা দেড়টার দিকে এ হামলার ঘটনা ঘটেছে।

মসজিদের হামলার ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি হামলাকারী নিজেই করেছেন বলে ধারণা করা হচ্ছে।

ভিডিওটিতে দেখা যায়, মসজিদের বিভিন্ন প্রান্তে মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এক কোনায় প্রায় ১৫টি মৃতদেহ স্তূপ হয়ে রয়েছে। হামলাকারী তাদের কাছে গিয়ে মৃতদেহের ওপর মুহুর্মুহ গুলি চালাচ্ছে।

এদিকে মসজিদে হামলার ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়েরা। অনুশীলন শেষে বাংলাদেশি ক্রিকেটাররা মসজিদে জুমার নামাজ আদায়ে মসজিদে যান। কিন্তু তার আগেই হামলার ঘটনা ঘটে যাওয়ায় তাদের কোনো সমস্যা হয়নি।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে আল-জাজিরা তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, জুম্মার নামাজের সময় হঠাৎ করে এক ব্যক্তি মসজিদে প্রবেশ করে এবং স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি চালাতে শুরু করে।

একজন প্রত্যাক্ষদর্শী বলেন, আমি দেখলাম লোকটি গুলি চালাচ্ছে। সম্ভব বহু মানুষ মারা গেছে। পুলিশ তাকে নিবৃত করার চেষ্টা করছে।

মন্তব্য করুন