সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক কনভেনশন : বিশাল আয়োজনের প্রস্ততি

প্রকাশিত: ১২:০৬ পূর্বাহ্ণ, মার্চ ১৫, ২০১৯

১৫ মার্চ শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় শ্রমিক কনভেনশন ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন, মালিক শ্রমিক সুসম্পর্ক স্থাপন ও শ্রমিকের প্রকৃত মর্যাদা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবীতে কাল ১৫ মার্চ শুক্রবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে জাতীয় শ্রমিক কনভেনশন’১৯ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, আয়োজনের বিশাল প্রস্তুতি এবং সম্মেলনের সাথে সম্পৃক্ত সবাই বেশ ব্যস্ততায় সময় পারছেন। সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিকদের একত্রিত করে এই বিশাল কনভেনশনের আয়োজক একটি ইসলামী রাজনৈতিক দল। শ্রমিকদের নিয়ে এমন আলাদা প্রোগ্রাম ইসলামী দলগুলোর মধ্যে না দেখে গেলেও ইসলামী আন্দোলন এক্ষেত্রে ব্যতিক্রম। তাদের শ্রমিক সংগঠন ইসলামী শ্রমিক আন্দোলন এবার বিশাল পরিসরে জাতীয় শ্রমিক কনভেনশন করছে। প্রায় পাঁচ হাজার লোকের আয়োজন রয়েছে এখানে। উপস্থিত থাকবেন জাতীয় ও কেন্দ্রীয় শ্রমিক নেতৃবৃন্দ যারা জাতীয় শ্রমনীতি ইসলামী শ্রমনীতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন।

কনভেনশনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম, দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ ও সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক হাফেজ মাওঃ এটিএম হেমায়েত উদ্দীন। এছাড়া বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিবিদ, জাতীয় ও কেন্দ্রীয় শ্রমিক নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। সভাপতিত্ব করবেন, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর রাজনৈতিক উপদেষ্টা মোহাম্মদ আশরাফ আলী আকন।

১৫ মার্চ সকাল থেকে অনুষ্ঠিত হতে যাওয়া কর্মসূচীর মধ্যে রয়েছে, সকাল ৯টায় পবিত্র কোরআন তেলাওয়াত, এরপর হামদ-নাত পরিবেশন। অনুষ্ঠানের প্রথমেই জাতীয় পতাকা ও দলের দলীয় পতাকা উত্তোলন এরপর সভাপতির উদ্বোধনী বক্তব্য। এরপর সংগঠনের পক্ষ থেকে সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন ও আমন্ত্রিত অতিথিদের বক্তব্য সর্বশেষ দলের আমিরের বক্তব্য থাকবে বলে জানা গেছে। মাঝখানে দুপুরের লাঞ্চ জোহরের ও নামাজের বিরতির সময় রয়েছে এবং এছাড়াও বিশিষ্ট শিক্ষাবিদ রাজনীতিবিদ জাতীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ কনভেনশনে বক্তব্য রাখবেন।

মন্তব্য করুন