ব্রাজিলের স্কুলে হামলা : বন্দুকধারীসহ নিহত ১০

প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০১৯

পাবলিক ভয়েস: ব্রাজিলের একটি স্কুলে বন্দুককধারীর দুই কিশোরের হামলায় ৭ জন শিক্ষার্থীসহ ১০ জন নিহত হয়েছে। দেশটির গণমাধ্যমের বরাত দিয়ে সংবাদ মাধ্যম জানিয়েছে নিহতদের মধ্যে বন্দুকধারী দুই কিশোরসহ রয়েছেন ওই স্কুলে কর্মরত এক ব্যক্তি।

স্থানীয় সময় আজ বুধবার সকাল ৯ টা ৩০ মিনিটে এই হামলার ঘটনা ঘটে। ওই সময় স্কুলে টিফিন বিরতি চলছিলো।

গণমাধ্যম ও পুলিশ সূত্রে জানানো হয়, দেশটির সাও পাওলো রাজ্যের ‘প্রফেসর রাওল ব্রাজিল সরকারি’ স্কুলে দুই মুখোশধারী অস্ত্রধারী কিশোর ওই হামলা চালায়। ওই ঘটনায় আরও দশজন শিক্ষার্থী আহত হয়েছেন।

এই ঘটনায় সাও পাওলোর স্টেট গর্ভনমেন্ট জাও ডোরিয়া তাৎক্ষণিক এক টুইট বার্তায় জানিয়েছেন নিহতদের সবাইকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে।

ব্রাজিলের ওই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলটিতে প্রায় এক হাজার শিক্ষার্থী রয়েছে। যাদের বেশির ভাগের বয়স ৬-১৮ বছরের মধ্যে।

মন্তব্য করুন