
পাবলিক ভয়েস: নাইজেরিয়ায় ভবন ধসে শিশু শিক্ষার্থীসহ আটকে পড়েছেন অনেক মানুষ। দেশটির বাণিজ্যিক রাজধানী খ্যাত লাগোস শহরে এ ভবন ধসের ঘটনা ঘটেছে।
ধসে পড়া তিনতলা ভবনের উপর তলায় একটি প্রাথমিক বিদ্যালয় ছিল।
বিবিসি জানায়, ছবিতে দেখা গেছে ধসে পড়া ভবনের ধ্বংসস্তুপে উদ্ধার কাজ চলছে। তবে কতজন মানুষ আটকে পড়েছেন এবং ভবন ধসের কারণ জানা যায়নি।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ওই ভবনে বিদ্যালয় ছাড়াও বেশ কয়েকটি আবাসিক অ্যাপার্টমেন্ট ছিল।
উদ্ধাকারীরা ধ্বংসস্তুপ থেকে আহতদের উদ্ধার করে হাসপতলে পাঠিয়েছে। উদ্বিগ্ন অভিভাবকরা ঘটনাস্থলে ভিড় জমিয়েছেন। অনেকে আবার সন্তানের খোঁজে হাসপাতলে ছুটে গেছেন।
জাতীয় জরুরি সেবা ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র ইব্রাহিম বলেন, আজ বুধবার স্থানীয় সময় সকাল ১০টায় ভবন ধসের এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে শিশুসহ সেখানে অনেক লোক আটকা পড়েছেন।
নাইজেরিয়ায় ভবন ধসের ঘটনা খুবই স্বাভাবিক। সেখানে নির্মাণ সামগ্রী খুব নিম্নমানের এবং আইনের প্রয়োগ খুব শিথিল। ২০১৬ সালেও দেশটির একটি চার্চের ছাদ ধসে শতাধিক লোক নিজত হন।

