নেত্রকোনায় স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০১৯

পাবলিক ভয়েস: নেত্রকোনার পূর্বধলায় স্ত্রী লাভলী আক্তারকে হত্যার দায়ে স্বামী ফারুক মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে জনাকীর্ণ আদালতে আসামির অনুপস্থিতিতে এ রায় দেন নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফারুক পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের দক্ষিণ কালডোয়ার গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে বিয়ের কয়েক মাসের মধ্যেই ২০০৯ সালের ১ সেপ্টেম্বর ভোররাতে ফারুক মিয়া তার স্ত্রী লাভলী আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করে।

রাতেই মরদেহ ঘরের আড়ায় ঝুলিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেন। পরের দিন সকালে লাভলীর বাবা জয়নাল আবেদীন খবর পেয়ে পুলিশ নিয়ে মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় ফারুক ও তার মাসহ মোট পাঁচজনকে আসামি করে লাভলীর বাবা ২ সেপ্টেম্বর পূর্বধলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ ফারুক মিয়া ও তার মাকে আসামি করে ২০১২ সালের ৩১ জুলাই আদালতে চূড়ান্ত চার্জশিট দাখিল করে। মোট ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে ফারুক মিয়ার অনুপস্থিতিতে আদালত আজ এ রায় দেন।

মন্তব্য করুন