ব্রাহ্মণবাড়িয়ায় ৪৫ কেজি গাঁজাসহ আটক আটক ২

প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০১৯

পাবলিক ভয়েস: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ৪৫ কেজি গাঁজা পাচারের সময় ইউনুছ মিয়া (৬০) ও আবু সিদ্দিক (৩০) নামে দুইজনকে আটক করেছে পুলিশ।

আজ বুধবার সকাল ৯টার দিকে উপজেলার লাউর ফতেপুর ইউনিয়নের টানছাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ইউনুস ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা ও সিদ্দিক মাদারীপুর জেলা সদরের বাসিন্দা।

নবীনগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রাজু আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, কেউ যেন সন্দেহ না করে সেজন্য ধানের টুকরিতে গাঁজা ভরে সেগুলো মাথায় করে নিয়ে যাচ্ছিল ইউনুছ ও সিদ্দিক। যে কেউ দেখলে মনে করবেন তারা টুকরি বিক্রি করেন। পুলিশ গোপন সংবাদ পেয়ে টানছাড়া এলাকা থেকে তাদের আটক করে। এ সময় টুকরিতে কৌশলে লুকিয়ে রাখা ৪৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, আটকরা গাঁজাগুলো ঢাকায় নিয়ে যাচ্ছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন