রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৪

প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০১৯
প্রতীকী ছবি

পাবলিক ভয়েস: রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবন ও বিক্রির অপরাধে ৫৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৪৭টি মামলা হয়েছে।

গতকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে আজ বুধবার ভোর পর্যন্ত এ অভিযান চালায় ডিএমপি ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

এক বার্তায় ডিএমপি জানায়, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৮০১ পিস ইয়াবা, ২৭৩ গ্রাম হেরোইন, ১ কেজি ২৮০ গ্রাম গাঁজা, ২৬ বোতল ফেনসিডিল ও ৯০টি ইনজেকশন উদ্ধার করা হয়।

ডিএমপি জানায়, ঢাকা মেগা সিটিকে মাদকমুক্ত করতে প্রতিনিয়ত এ অভিযান পরিচালনা হচ্ছে। অভিযান অব্যাহত থাকবে।

গত সোমবারও দিনভর মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৪ জনকে গ্রেফতার করা হয়।

মন্তব্য করুন