

পাবলিক ভয়েস: জর্দানে আন্তর্জাতিক কুরআন প্রতিযেগিতায় যাচ্ছেন বাংলাদেশের হাফেজ সাইফুর রহমান ত্বকী।
গতকাল (১২ মার্চ) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমে বাছাই পর্ব প্রতিযোগিতা অনুষ্ঠিতহ হয়। এ অনুষ্ঠানে যারা সিলেক্ট হয়েছে জর্ডানের আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠানে শুধু তারাই অংশ নিতে পারবে।
বাছাই পর্বে প্রথমস্থান অধিকার করে জর্ডান প্রতিযোগিতায় অংশ নেওয়া সুযোগ পাচ্ছে হাফেজ সাইফুর রহমান ত্বকী। সাইফুর রহমান ১০১৭ /২০১৮ তে কুয়েতে ২য় স্থান ও বাহরাইনে ৩য় স্থান অধিকার করেছিলো।
হাফেজ কারী নেছার আহমাদ আন নাছিরী কতৃক পরিচালিত, মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার মাদানী নেসাবের কিতাব বিভাগে অধ্যায়নরত ছাত্র সাইফুর রহমান।
দেশবাসীর আশা সাইফ প্রথমস্থান অধিকার করে লাল সবুজের পতাকা বিশ্বের কাছে তুলে ধরবে এমন প্রত্যাসা সবার।
প্রসঙ্গত, জর্ডান আন্তর্জাতিক এ কুরআন প্রতিযোগিতায় সাইফসহ বাংলাদেশের আরো অনেক তরুণ হাফেজ অংশ নিচ্ছে।