
পাবলিক ভয়েস: ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ সমার্থক। তাই দেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে। বঙ্গবন্ধুকে না জানলে বাংলাদেশকে জানা যাবে না। শিক্ষার্থীদের সামনে অসীম সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে। এ লক্ষ্যে পৌঁছাতে তাদেরকে কর্তব্যনিষ্ঠ হতে হবে। ভবিষ্যতের জন্যে হলেও দেশের ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করতে হবে।’
আজ মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে নাটোর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশের মহা-পরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী এসব কথা বলেন।
আইজিপি বলেন, ১৯৪৭ সালে দেশ ভাগ হওয়ার পর ১৯৪৮ সালে বঙ্গবন্ধু এদেশের স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন। ১৯৭১ সালে যা পূর্ণতা পায়। আর স্বাধীনতার পর বঙ্গবন্ধু দেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বপ্নকে বাস্তবায়নের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন।
প্রধানমন্ত্রী আমাদের শুধু স্বপ্নই দেখাননি, স্বপ্ন কিভাবে বাস্তবায়ন করতে হয় তাও করে দেখাচ্ছেন। এখন বাংলাদেশ বিশ্বের উন্নত দেশগুলোর কাতারভুক্ত হতে খুব বেশি দেরি নেই। ২০৪১ সালে আমরা উন্নত দেশের নাগরিক হবো।
শিক্ষার্থীদের উন্নত মানুষ হওয়ার স্বপ্ন দেখার আহ্বান জানিয়ে পুলিশের এ ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে দূরে থাকলে একজন শিক্ষার্থী সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। প্রাতিষ্ঠানিক শিক্ষাই যথেষ্ট নয়। প্রাতিষ্ঠানিক শিক্ষা ভালো মানুষ হবার সার্টিফিকেট দেয় না। সুশিক্ষায় শিক্ষিত হয়ে সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে নিজেদের নিয়োজিত করতে হবে।
বক্তৃতা শেষে আইজিপি শহরের বড় হরিশপুর এলাকায় তিন একর জমির উপরে তিন কোটি টাকা ব্যয়ে নাটোর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের দ্বিতল ভবনের উদ্বোধন করে কলেজ প্রাঙ্গণে একটি বকুল গাছের চারা রোপণ করেন।
পুলিশ সুপার (এসপি) সাইফুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশিদ হোসেন, নাটোরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শাহরিয়াজ, জেলা পরিষদ চেয়ারম্যান সাজেদুর রহমান খান, সিভিল সার্জন ডা. আজিজুল ইসলাম, জজ কোর্টের সরকারি কৌসুলি (পিপি) সিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হোসেন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত প্রমুখ।

