গাজীপুরে ৩০০ বোতল ফেনসিডিলসহ আটক ১

প্রকাশিত: ১:০৪ অপরাহ্ণ, মার্চ ১২, ২০১৯
ফেনসিডিলসহ আটক ফরহাদ হোসেন।

পাবলিক ভয়েস: গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকা থেকে ৩০০ বোতল ফেনসিডিলসহ ফরহাদ হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (১২ মার্চ) সকালে তাকে আটক করা হয়। ফরহাদ দিনাজপুরের বিরামপুর চকপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমীর চন্দ্র সূত্রধর জানান, দিনাজপুর থেকে একটি ট্রেনে প্লাস্টিকের বস্তায় করে ফেনসিডিল ঢাকা নিয়ে যাচ্ছে ফরহাদ, এমন সংবাদের ভিত্তিতে সকালে জয়দেবপুর রেলওয়ে জংশন থেকে তার পিছু নেয় পুলিশ।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে যান তিনি। একপর্যায়ে ধীরাশ্রম রেলওয়ে স্টেশনের কাছে ট্রেনের গতি কমলে তিনি ফেনসিডিল ভর্তি বস্তাটি ট্রেন থেকে ফেলে দিয়ে পালানোর চেষ্টা করেন। এসময় ৩০০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।

মন্তব্য করুন