রাজধানীর মুগদায় ৪৮৫ পিস ইয়াবাসহ আটক ৫

প্রকাশিত: ১০:২৩ পূর্বাহ্ণ, মার্চ ১২, ২০১৯

পাবলিক ভয়েস: রাজধানীর মুগদা এলাকায় অভিযান পরিচালনা করে ৪৮৫ পিস ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর আশরাফুল হকের নেতৃত্বে র‌্যাবের একটি দল গতকাল সোমবার সকালে মুগদা থানধীন মান্ডা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হলো- রেহান খান রুবেল (২৩), জীবন (২২), মো. সুজন (২৪), ফরহাদ হোসেন (৩৪) ও সোনা মিয়া রাসেল (২৫)।

মেজর আশরাফুল হক জানান, দীর্ঘদিন রাজধানীর মুগদাসহ এর আশেপাশের এলাকায় মাদক ব্যবসা করে আসছে তারা। আটক করার সময় তাদের কাছ থেকে ৭টি মোবাইল ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার টাকা জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে ডিএমপি মুগদা থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।

মন্তব্য করুন