

জামিয়া কাসিমুল উলুম সিলেট দরগা মাদরাসার মুহতামিম মুফতী আবুল কালাম জাকারিয়া’র ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী৷ শোক প্রকাশ করে তিনি বলেন, তাঁর ইন্তেকালে ইলমী অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা কভু পূরণ হবার নয়। ইতিহাস তার অমর কীর্তি চিরকাল স্মরণ রাখবে।
১১ ই মার্চ সোমবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় আল্লামা বাবুনগরী বলেন, মুফতী আবুল কালাম জাকারিয়া’র ইন্তেকালে আমি গভীরভাবে শোকাহত ৷ মুফতী আবুল কালাম যাকারিয়া (রহ.) একজন উঁচু মাপের আলেম ও প্রখ্যাত মুফতী ছিলেন৷ ইলমে ফিকহে তার দক্ষতা সর্ব মহলে প্রসিদ্ধ৷ সিলেটবাসীর জন্য তিনি ছিলেন রত্নতুল্য৷ তার ইন্তেকালে বাংলার ইলমাকাশের একটি উজ্জ্বল নক্ষত্র ঝরে পড়েছে৷ সিলেটবাসী হারিয়েছে একজন নিবেদিতপ্রাণ আলেমে দ্বীনকে ৷
আল্লামা বাবুনগরী মরহুমের স্মৃতিচারণ করে বলেন, ২০১৪ সালে অনুষ্ঠিত জামিয়া দরগা মাদরাসার ৪০ সালা দস্তারবন্দী মহা-সম্মেলনে মুফতী সাহেবের নিমন্ত্রণে আমি দরগা মাদরাসায় গিয়েছিলাম ৷ সেই সফরে মুফতী সাহেবের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলাপচারিতা ও একান্ত সাক্ষাত হয়েছে ৷ তিনি অনেক সরল প্রভৃতির মানুষ ৷ স্বল্প সময়ের সাক্ষাতে আমি তার কথা-বার্তা ও আন্তরিকতাপূর্ণ আচরণে মুগ্ধ হয়েছি।
আল্লামা বাবুনগরী বলেন, সিলেটের খ্যাতিমান আলেম ও বিদগ্ধ ফকীহ হিসেবে সর্বমহলে তার পরিচিতি রয়েছে৷ দরগাহ মাদরাসার প্রতিষ্ঠাতা ইমাম সাহেবখ্যাত শহর কুতুব আল্লামা হাফিজ আকবর আলী রাহ. এর একান্ত শিষ্য ছিলেন। সিলেট শাহজালাল রহ. দরগাহ মসজিদ ও আম্বরখানা জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০৪ সন থেকে দীর্ঘদিন যাবত তিনি দরগাহ মাদরাসার মোহতামিমের গুরু দায়িত্ব আঞ্জাম দিয়েছেন৷ তাঁর সকল দীনি খিদমত সিলেটবাসী শ্রদ্ধাভরে স্মরণে রাখবে
আল্লামা জুনায়েদ বাবুনগরী মরহুমের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।