 
     জামিয়া কাসিমুল উলুম সিলেট দরগা মাদরাসার মুহতামিম মুফতী আবুল কালাম জাকারিয়া’র ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী৷ শোক প্রকাশ করে তিনি বলেন, তাঁর ইন্তেকালে ইলমী অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা কভু পূরণ হবার নয়। ইতিহাস তার অমর কীর্তি চিরকাল স্মরণ রাখবে।
জামিয়া কাসিমুল উলুম সিলেট দরগা মাদরাসার মুহতামিম মুফতী আবুল কালাম জাকারিয়া’র ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী৷ শোক প্রকাশ করে তিনি বলেন, তাঁর ইন্তেকালে ইলমী অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা কভু পূরণ হবার নয়। ইতিহাস তার অমর কীর্তি চিরকাল স্মরণ রাখবে।
১১ ই মার্চ সোমবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় আল্লামা বাবুনগরী বলেন, মুফতী আবুল কালাম জাকারিয়া’র ইন্তেকালে আমি গভীরভাবে শোকাহত ৷ মুফতী আবুল কালাম যাকারিয়া (রহ.) একজন উঁচু মাপের আলেম ও প্রখ্যাত মুফতী ছিলেন৷ ইলমে ফিকহে তার দক্ষতা সর্ব মহলে প্রসিদ্ধ৷ সিলেটবাসীর জন্য তিনি ছিলেন রত্নতুল্য৷ তার ইন্তেকালে বাংলার ইলমাকাশের একটি উজ্জ্বল নক্ষত্র ঝরে পড়েছে৷ সিলেটবাসী হারিয়েছে একজন নিবেদিতপ্রাণ আলেমে দ্বীনকে ৷
আল্লামা বাবুনগরী মরহুমের স্মৃতিচারণ করে বলেন, ২০১৪ সালে অনুষ্ঠিত জামিয়া দরগা মাদরাসার ৪০ সালা দস্তারবন্দী মহা-সম্মেলনে মুফতী সাহেবের নিমন্ত্রণে আমি দরগা মাদরাসায় গিয়েছিলাম ৷ সেই সফরে মুফতী সাহেবের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলাপচারিতা ও একান্ত সাক্ষাত হয়েছে ৷ তিনি অনেক সরল প্রভৃতির মানুষ ৷ স্বল্প সময়ের সাক্ষাতে আমি তার কথা-বার্তা ও আন্তরিকতাপূর্ণ আচরণে মুগ্ধ হয়েছি।
আল্লামা বাবুনগরী বলেন, সিলেটের খ্যাতিমান আলেম ও বিদগ্ধ ফকীহ হিসেবে সর্বমহলে তার পরিচিতি রয়েছে৷ দরগাহ মাদরাসার প্রতিষ্ঠাতা ইমাম সাহেবখ্যাত শহর কুতুব আল্লামা হাফিজ আকবর আলী রাহ. এর একান্ত শিষ্য ছিলেন। সিলেট শাহজালাল রহ. দরগাহ মসজিদ ও আম্বরখানা জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০৪ সন থেকে দীর্ঘদিন যাবত তিনি দরগাহ মাদরাসার মোহতামিমের গুরু দায়িত্ব আঞ্জাম দিয়েছেন৷ তাঁর সকল দীনি খিদমত সিলেটবাসী শ্রদ্ধাভরে স্মরণে রাখবে
আল্লামা জুনায়েদ বাবুনগরী মরহুমের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।