রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৫

প্রকাশিত: ১:৩২ অপরাহ্ণ, মার্চ ১১, ২০১৯
প্রতীকী ছবি

পাবলিক ভয়েস: রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদক সেবন ও বিক্রির অপরাধে ৫৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

গতকাল রোববার (১০ মার্চ) সকাল ৬টা থেকে আজ সোমবার ভোর পর্যন্ত অভিযান চালানো হয়।

এক বার্তায় ডিএমপি জানায়, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৯৮৯৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৫১৪ গ্রাম হেরোইন, ১ কেজি ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে স্ব-স্ব থানায় ৩৯টি মামলা হয়েছে।

এর আগে গত শনিবার (৯ মার্চ) দিনভর মাদকবিরোধী অভিযানে ৬৭ জনকে গ্রেফতার করা হয়।

মন্তব্য করুন